নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবায় হোটেলের দরজা ভেঙে রবিবার রাতে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ দায়ের করল তবসুম আরার পরিবার। অভিযোগের তির পলাতক প্রেমিক ইবাদুল রহমানের বিরুদ্ধে। পরিবারের এই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে কসবা থানা। প্রাথমিক তদন্তে কসবা থানার পুলিস জানতে পেরেছে, ১৫ আগস্ট বিকেলে ইবাদুল রহমান নামে এক যুবকের সঙ্গে দু’দিনের জন্য ওই হোটেলে উঠেছিলেন তবসুম। রবিবার সকাল দশটা নাগাদ ইবাদুল হোটেল থেকে বেরিয়ে যান। তারপর থেকেই তাঁর আর খোঁজ নেই।