• বেপরোয়া গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, ধৃত চালক
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক যুবক। সোমবার রাতে নিউ বারাকপুর থানা এলাকায় সোদপুর-মধ্যমগ্রাম রোডের শহরপুর কলোনি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম অনিমেষ অধিকারী (২২)। তাঁর বাড়ি শহরপুর দোলতলা কালীবাড়ি এলাকায়। পুলিস ঘাতক গাড়ির চালক সুরজ দাসকে গ্রেপ্তার করেছে।

    পুলিস জানিয়েছে, অনিমেষ ও অপর এক যুবক শহরপুর কলোনি গেট লাগোয়া এলাকায় সোদপুর-মধ্যমগ্রাম রোড পারাপার করছিলেন। তখনই পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির লেবু বোঝাই গাড়ি অনিমেষকে পিষে দেয়। কোনওমতে রক্ষা পান অপর যুবক। ক্ষুব্ধ এলাকাবাসীরা ঘাতক গাড়িটিকে আটকে ব্যাপক ভাঙচুর চালায়। পুলিস অনিমেষকে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, দুর্ঘটনাস্থল দিয়ে রোজ প্রচুর মানুষ রাস্তা পারাপার করে। ওই জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
  • Link to this news (বর্তমান)