• ক্যানিং হাসপাতালে ধরা পড়ল জাল সার্টিফিকেট, থানায় অভিযোগ দায়ের
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জন্ম ও মৃত্যুর জাল সার্টিফিকেট আগেই পাওয়া গিয়েছিল। ধরাও পড়েছিল কয়েকজন। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ক্যানিং জুড়ে। এবার পাওয়া গেল জাল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির সার্টিফিকেট। প্রায় ৫০ জনের এই সার্টিফিকেট ধরেছে ক্যানিং মহকুমা হাসপাতাল। এর মধ্যে আবার বিকলাঙ্গ নন, তবুও সেই সার্টিফিকেট বানিয়ে মানবিক ভাতা পাচ্ছিলেন, এমনও বেশ কয়েকজনের হদিশ পাওয়া গিয়েছে। ক্যানিং হাসপাতালে এই জাল সার্টিফিকেট ধরার পর কর্তৃপক্ষ থানায় জানিয়েছে। কীভাবে এই চক্র এমন সার্টিফিকেট বের করল, তা খতিয়ে দেখছে পুলিস। সম্প্রতি কয়েকজন ব্যক্তি চিকিৎসার কাজে এই বিশেষ চাহিদা সম্পন্ন সার্টিফিকেট নিয়ে হাসপাতালে এসেছিলেন। তা পরীক্ষা করতে গিয়েই খটকা লাগে ডাক্তারদের। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ভালো করে সেগুলি যাচাই করায় দেখা যায়, অতি সূক্ষ্মভাবে জালিয়াতি করা হয়েছে সার্টিফিকেটগুলিতে। কোথাও ডাক্তারের নাম বা পদবি বদলে দেওয়া হয়েছে। আবার কোথাও পুরো ফরম্যাটই বদলে ফেলা হয়েছে। দালাল মারফত এই সার্টিফিকেট বানিয়েছেন বলে অনেকেই স্বীকার করেছেন। তবে সেগুলি যে ভুয়ো, সেটা জানা ছিল না বলে দাবি করেছেন তাঁরা। কারা রয়েছে এই চক্রের পিছনে, তাঁদের চিহ্নিত করতে পুলিসের কাছে আবেদন করেছে জেলা প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলার মুখ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি বলেন, পুলিসকে পুরো বিষয়টি জানিয়েছি। ওরা তদন্ত করছে। নিশ্চয়ই এই চক্রের সদস্যরা ধরা পড়বে।
  • Link to this news (বর্তমান)