সোনারপুরের যুবক খুন: বাইকে এসে বারুইপুরে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরের মদারাট পঞ্চায়েতের টগরবেড়িয়ায় সোনারপুরের যুবক শুভঙ্কর মণ্ডলকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। ওই ঘটনায় দুই অভিযুক্ত রাকেশ মণ্ডল ও অরূপ পাটালি এখনও অধরা। কিন্তু সোমবার রাতে এই দুই অভিযুক্তের বাড়িতে এসে নির্বিচারে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল নিহত শুভঙ্করের পাড়ার লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, ২০ থেকে ২২ জন যুবক বেশ কয়েকটি বাইক করে এসে এই ভাঙচুর চালান। যদিও দুই অভিযুক্তের বাড়িতে তখন কেউ ছিলেন না। তবে ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় অবিলম্বে পুলিসি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
এলাকার বাসিন্দারা বলেন, সোনারপুরের লোকজন এসে যেভাবে ভাঙচুর চালিয়েছেন, তাতে বাড়ির ভিতরে কিছুই অবশিষ্ট রাখেননি। কেউ ভাঙচুর থামানোর সাহসটুকু পায়নি। অভিযুক্ত অরূপের বাড়ির পাশেই বাড়ি আর এক অভিযুক্ত রাকেশ ওরফে ভুতোর। অরূপের বাড়ির আসবাবপত্র ভেঙে ফেলা হয়েছে। টিভি বাইরে নিয়ে এসে ভেঙে দেওয়া হয়েছে। ঘরের ছাউনি অ্যাসবেস্টস ভেঙে দেওয়া হয়েছে। এমনকী, রান্নাঘরে থাকা চালের বস্তা বাইরে বের করে ফেলে দেওয়া হয়েছে। একই অবস্থা রাকেশের বাড়ির। এলাকার বাসিন্দারা বলেন, ভাঙচুরের খবর পেয়ে বারুইপুর থানার পুলিস এলেও কয়েক ঘণ্টার মধ্যে তারা চলেও যায়। সেখানকার বাসিন্দা ঝুমা মণ্ডল বলেন, আমরা আতঙ্কে আছি। সন্ধ্যার পরে ছেলেমেয়ে রাস্তা দিয়ে পড়তে যেতে পারছে না। এই ঘটনার পরে এলাকায় পুলিস পিকেট থাকুক, এটাই চাই। আরেক বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল বলেন, এভাবে বাইকে করে এসে ভাঙচুর চালিয়ে চলে যাওয়ার পরে আমরা ভয়ে আছি। আবার এমন হামলা হবে না, তা আগাম বলা যায় না। এদিকে, খুনের ঘটনায় বাকি দুই অভিযুক্ত অরূপ ও রাকেশ ধরা না পড়ায় অনেকেই ক্ষুব্ধ। তাঁদের মত, দুই অপরাধীকে পুলিস ধরলেই এলাকা শান্ত হবে। পুলিস জানিয়েছে, খুব দ্রুত দুজনেই ধরা পড়বে। নিজস্ব চিত্র