• চাকদহে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: চাকদহ পুরভবনের কাছে মঙ্গলবার ভরসন্ধ্যায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোন বিভাগে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কের একতলায় ঢোকে। তারপর তারা কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্কের লকার থেকে সোনা নিয়ে চম্পট দেয়। পরে পুলিস এসে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের ধরতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিস। কত সোনা নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে, তা হিসেব না কষা পর্যন্ত বলা সম্ভব নয় বলে পুলিস সূত্রে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)