শ্রমিক বাধায় জমি দখলমুক্ত করতে ব্যর্থ শ্যামনগর জুট মিল, আটক দুই
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্যামনগর এলাকায় জুটমিলের জমি দখল করে বহুদিন ধরে চলছিল একটি কারখানা। বারাকপুর মহকুমা আদালতের নির্দেশে সেই জমি দখলমুক্ত করতে এসে কারখানারই শ্রমিকদের বাধায় ফিরে গেল জগদ্দল থানার পুলিস। মঙ্গলবার এই নিয়ে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুলিস দু’জন বিক্ষোভকারীকে আটক করে।
গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষের থেকে কিছুটা জমি লিজ নিয়ে কাপড়ের কারখানা খুলেছিলেন স্বপন অধিকারী নামে এক ব্যক্তি। পরবর্তী সময় তিনি আরেকজনকে সেই জমি ভাড়ায় দিয়ে দেন বলে অভিযোগ। সেই খবর জানতে পেরে গৌরীশঙ্কর জুট মিল কর্তৃপক্ষ বারাকপুর মহকুমা আদালতের দ্বারস্থ হয়। ২০০৫ সাল থেকে চলা মামলায় জিতে যায় জুট মিল কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে তাঁরা জগদ্দল থানার পুলিসকে সঙ্গে নিয়ে জমি জবরদখলমুক্ত করতে এসেছিল মঙ্গলবার। কিন্তু মালিকপক্ষের অভিযোগ, কারখানার গেট আটকে পুলিস প্রশাসনকে বাধা দেন শ্রমিকরা। তৃণমূলের স্থানীয় শ্রমিক নেতারাও ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের পাশে দাঁড়ান। এনিয়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়।
অপরদিকে বারাকপুর মহকুমা আদালতের তরফে আসা প্রতিনিধি প্রণবকুমার সাহা বলেন, তাঁরা আদালতের নির্দেশনামা নিয়েই জমি দখলমুক্ত করতে এসেছিলেন। কিন্তু শ্রমিকরা বাধা দেওয়ায় পুলিস কিছু করতে পারেনি। অন্যদিকে, তৃণমূলের শ্রমিকনেতা সমীর আচার্য বলেন, এই কারখানা উচ্ছেদ হলে অসংখ্য মানুষ কাজ হারাবেন। আমরা কারও পেটে লাথি মারতে দেব না। জয়দেব দাস নামে ওই কারখানার এক কর্মচারী বলেন, মালিকে মালিকে মামলা হয়েছে, আদালত রায় দিয়েছে উচ্ছেদ করার। কিন্তু শ্রমিকদের কী হবে আচমকা উচ্ছেদ হয়ে গেলে? তাঁর দাবি, তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।