• গোয়ায় মাদকের কারবারে মিলল বং কানেকশন! অভিযানে ED
    এই সময় | ২০ আগস্ট ২০২৫
  • এই সময়: গোয়ায় মাদক কারবারে এ বার কলকাতা–সহ বঙ্গের যোগ! মাদক কারবারে টাকা লেনদেনের তদন্তে ইডি মঙ্গলবার ট্যাংরা, ঠাকুরপুকুর, বারুইপুর–সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। ইডি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ–সহ সাতটি রাজ্যের ৩০টি জায়গায় এ দিন তল্লাশি অভিযান চলে। বাংলা ছাড়াও দিল্লি, ঝাড়খণ্ড, হরিয়ানা, গোয়া, আমেদাবাদ, নয়ডাতে ইডি তল্লাশি করে।

    বারুইপুরে ইমারতি ব্যবয়াসী নহিম লস্কর ও সাবির লস্করের বাড়িতে গিয়েছিল ইডি। ট্যাংরায় রেশমা নামে একজনের বাড়িতেও চলে তল্লাশি। ইডির কয়েকটি টিম ভাগ হয়ে একাধিক জায়গায় তল্লাশিতে নেমেছিল। তল্লাশির সময়ে সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তল্লাশিতে একাধিক ব্যাঙ্কের নথি এবং ডিজিটাল এভিড্যান্স সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

    ইডি সূত্রে খবর, চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে প্রায় সাড়ে চার কেজি (কোকেন) মাদক বাজেয়াপ্ত হয়। যার আনুমানিক বাজারমূল্য ছিল ৪৩ কোটি টাকা। তদন্তে উঠে আসে গোয়ায় মাদক কারবারে কোটি কোটি টাকার এই লেনদেন করা হয়েছিল কলকাতা–সহ এ রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই তদন্তে এ রাজ্যের ঠাকুরপুকুরের নিবু ভিনসেন্ট ও ট্যাংরার রেশমাকে গ্রেপ্তার করেছিল ইডি।

    ইডি এখন দেখছে গোয়ায় যে মাদক বাজেয়াপ্ত হয়েছিল তা কলকাতা থেকে পাচার হয়েছিল কি না? কী ভাবে কোন কোন অ্যাকাউন্টে টাকার লেনদেন হয়েছিল এবং কোন কোন এজেন্ট জড়িত ছিল? কী ভাবে এই চক্র চলত? এই ঘটনায় এ রাজ্যের আরও কেউ জড়িত থাকতে পারে বলে অনুমান ইডির আধিকারিকদের।

  • Link to this news (এই সময়)