• রাশিয়ায় জয়শঙ্কর, ডুরান্ডে মুখোমুখি ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার — দিনভর আর কী রয়েছে?
    এই সময় | ২০ আগস্ট ২০২৫
  • ১৯ থেকে ২১ অগস্ট, তিন দিনের সফরে মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারত ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিবেশে, ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে NDA জোটের মধ্যে ক্রমে কোণঠাসা হচ্ছেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা। এই নিয়ে বিহার BJP-র মধ্যে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে। পাশাপাশি NDA জোটের দুই শরিক BJP এবং JDU কর্মীদের মধ্যেও চাপা উত্তেজনা তৈরি হয়েছে।এই আবহে বুধবারও কী হয় তা নজরে থাকবে।

    কেন্দ্রীয় OBC তালিকায় নতুন জাতি যুক্ত করার দাবি মূল্যায়নের জন্য বুধবার ভুবনেশ্বরে একটি গণশুনানির আয়োজন করছে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন বা NCBC। NCBC-র প্রধান হংসরাজ গঙ্গারাম আহিরের সভাপতিত্বে, এই শুনানিতে সংশ্লিষ্ট সকল সম্প্রদায়ের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    লোকসভায় বাদল অধিবেশন চলছে। বুধবার লোকসভায় পেশ হবে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল (রিঅর্গানাইজেশন বিল )। এ ছাড়াও আরও তিনটি বিল পেশ অন্তর্ভুক্ত রয়েছে লোকসভার কার্যবিবরণীতে।

    মহারাষ্ট্র, অসম, পশ্চিমবঙ্গ, কর্নাটক এবং অন্যান্য রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে IMD। লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বই-সহ মধ্য মহারাষ্ট্রের একাধিক জেলায়।

    ডুরান্ড কাপের সেমিফাইনাল। মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। যুবভারতী স্টেডিয়ামে সন্ধ্যে সাতটা থেকে আয়োজিত হবে এই ম্যাচ। যে দল জিতবে তারা চলে যাবে ফাইনালে।

  • Link to this news (এই সময়)