• বুধের সকালেই ঝেঁপে বৃষ্টি, সপ্তাহজুড়ে ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা
    এই সময় | ২০ আগস্ট ২০২৫
  • আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই মতোই বুধবার সকাল থেকে কলকাতা-সহ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরেই বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ওডিশার গোপালপুরের কাছে ল্যান্ডফল করেছে। সেই নিম্নচাপ বুধবার ছত্তিসগড়ে ঢুকে ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার জেরে আপাতত কিছুদিন সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

    হাওয়া অফিস সূত্রের খবর, সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী শুক্রবার, ২২ অগস্ট এবং শনিবার, ২৩ অগস্ট উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। চলতি সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কিন্তু বুধবার বঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আবহাওয়া দপ্তর?

    বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন কলকাতার সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসে।

    বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এ দিন পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

    শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হতে পারে।

    বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং দুই দিনাজপুরে।

  • Link to this news (এই সময়)