• Breaking News LIVE: মেশিন দিয়ে কয়লা কাটার সময়ে খনিতে মৃত্যু এক কর্মীর
    এই সময় | ২০ আগস্ট ২০২৫
  • মেশিন দিয়ে কয়লা কাটার সময়ে ভূগর্ভে বিপজ্জনক পাঁচিলের একাংশ কেটে দেওয়ায় খনিতে জল ঢুকে মৃত্যু হলো এক কর্মীর। মৃতের নাম বিবেক মাজি (২২)। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অধীন ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে। সে সময়ে খনিতে আরও চার জন কর্মী আটকে পড়েন। পরে পাম্পের সাহায্যে খনি থেকে জল বের করে তাঁদেরকে উদ্ধার করা হয়।

    বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে চলছিল ‘জন শুনানি’ অর্থাৎ জনতার অভাব অভিযোগ শোনার সেশন। সে সময়ে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রেখা গুপ্তাকে থাপ্পড় মেরেছে। সেই সঙ্গে রেখা গুপ্তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দিল্লির পুলিশ কমিশনার ইতিমধ্য়েই মুখ্য়মন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন।

    দিল্লির স্কুলে ফের বোমা হামলার হুমকি। বুধবার সকালে দিল্লির দু’টি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বার দিল্লির স্কুলগুলোতে বোমা হামলার আতঙ্ক ছড়াল। সোমবার দিল্লির ৩২টি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে মেল পাঠানো হয়েছিল। পরে জানা গিয়েছিল সব মেলই ছিল ভুয়ো।

    বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত মুম্বই। মঙ্গলবার নান্দেদ জেলায় তুমুল বৃষ্টির জেরে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বুধবার মুম্বই-সহ আরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। থানে, পালঘর, রায়গড় এবং রত্নগিরি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

    প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার বা আটক হন, তাহলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আজ লোকসভায় এই নিয়ে বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

    টাকাপয়সার লেনদেন হয় এমন অনলাইল গেম নিষিদ্ধ হতে চলেছে। বুধবার এই সংক্রান্ত একটি বিল পেশ করা হতে পারে লোকসভায়। সংসদ সূত্রে খবর এমনটাই। প্রতারকদের হাত থেকে গেমারদের বাঁচাতেই এই বিল আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

    বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে উত্তরবঙ্গে আজ থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে রাজ্যের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

  • Link to this news (এই সময়)