• শুক্রবার থেকেই ১১ মিনিটে হাওড়া-শিয়ালদা, কোন স্টেশন যেতে কতক্ষণ লাগবে? বিস্তারিত
    আজ তক | ২০ আগস্ট ২০২৫
  • সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ অগাস্ট অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বহু প্রতিক্ষীত  হাওড়া থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো লাইলনের। আর সেদিন থেকেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রোয় যাত্রী পরিষেবাও শুরু হতে চলেছে। অর্থাৎ মোট ১৫.৬৬ কিলোমিটার পথে চলবে মেট্রো। শোনা যাচ্ছে, এই রুটে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে।

    ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদা শুক্রবার থেকেই
    মেট্রো সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী উদ্বোধন করে যাওয়ার পর, ২২ অগাস্টেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ চালু পর্যন্ত মেট্রো চালু করে দেওয়া হবে সাধারণ মানুষের পরিষেবার জন্য। ফলে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড জুড়ে গেলে গ্রিন লাইনে জুড়বে ১২টি স্টেশন। হাওড়া থেকে সল্টলেক। এই পথে ১২টি স্টেশন হলো হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ, এসপ্ল্যানেড, শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর ফাইভ। শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট চালু হলে হাওড়া থেকে শিয়ালদহ পৌঁছতে যেখানে সড়কপথে প্রায় আধ ঘণ্টার বেশি সময় লাগে, সেখানে মেট্রোতে লাগবে মাত্র ১১ মিনিট। এই মেট্রো লাইন চালুর ফলে যাত্রীদের যাতায়াত আরও অনেক সহজ, দ্রুত এবং স্বস্তিদায়ক হয়ে উঠবে। তবে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর এবং কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে আগামী সোমবার থেকে।

     আধ ঘণ্টায় সেক্টর ফাইভ
    শুক্রবার থেকেই এক মেট্রোয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। তাও মাত্র আধ ঘণ্টায়।  মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যেতে যাত্রীদের সময় লাগবে ৩২ মিনিট। আর হাওড়া থেকে ৩০ মিনিট মতো। মানে যে দূরত্ব বাসে যেতে ঘণ্টা দেড়েক লাগত তাই এবার পাতালপথে লাগবে আধ ঘণ্টা। ভাড়ার তালিকা আজ বুধবারের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। সেক্ষেত্রে হাওড়া থেকে সেক্টর ফাইভ ভাড়া ২৫ টাকা হওয়ার সম্ভাবনা।

    কত ক্ষণ অন্তর ট্রেন পাবেন?
     সূত্রের খবর, ব‌্যস্ত সময়ে আট মিনিট অন্তর চলবে ট্রেন। এছাড়া ১০ এবং ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে বলে জানা গিয়েছে। বর্তমানে হাওড়া থেকে এসপ্ল‌্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ দু’দিকেই ব‌্যস্ত সময়ে ১২ এবং দিনের বাকি সময়ে ১৫ মিনিট অন্তর ট্রেন চলে। তবে এই দুই অংশ জুড়ে গেলে যাত্রীসংখ‌্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আর সেকথা মাথায় রেখেই চার মিনিট কমিয়ে আনা হবে দুই মেট্রোর ব‌্যবধান। আপাতত আট মিনিট অন্তর ট্রেন চললেও যাত্রীসংখ‌্যা দেখে দুই মেট্রোর ব‌্যাবধান আরও কমানো হতে পারে বলে জানা গিয়েছে।

    নোয়াপাড়া-এয়ারপোর্ট এবং রুবি-বেলেঘাটাতেও পরিষেবা শুরু
    নোয়াপাড়া-এয়ারপোর্ট এবং রুবি-বেলেঘাটা অংশে সোমবার থেকে যাত্রীরা চড়তে পারবেন। ইতিমধ্যেই সব স্টেশন থেকে ভাড়ার তালিকাও তৈরি হয়ে গিয়েছে। শুক্রবার যশোর রোড স্টেশন এগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর যশোর রোড থেকে মেট্রোয় চড়ে বিমানবন্দর যাওয়ার কথা। সেখানেও ছোট একটি অনুষ্ঠান রয়েছে। তিনটি রুট মিলিয়ে মোট ১৪ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারিত হবে ওইদিন। নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত যে রুট চালু হবে, সেটি অতিক্রম করবে প্রায় ৬.২৫ কিলোমিটার। মেট্রো সূত্রে খবর, এই রুটে চলা দুটি ট্রেনের মধ্যে সম্ভাব্য সময়ের ফারাক থাকবে ১৫ মিনিট। অন্যদিকে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু রয়েছে। এবার সেই রুটই বিস্তৃত হচ্ছে বেলেঘাটা পর্যন্ত। সব মিলিয়ে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলবে এবার। মোট ৯.৭৯ কিলোমিটার পথ। এই রুটে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানা যাচ্ছে।

    ভাড়ার তালিকা
    নতুন রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া ৭০ টাকা ঠিক করা হয়েছে। বিমানবন্দর-যশোর রোড: ৫ টাকা, বিমানবন্দর-দমদম ক্যান্টনমেন্ট: ১০ টাকা, বিমানবন্দর-নোয়াপাড়া: ২০ টাকা, বিমানবন্দর-চাঁদনিচক বা এসপ্ল্যানেড: ৪০ টাকা, বিমানবন্দর-কবি সুভাষ: ৪৫ টাকা, বিমানবন্দর- রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): ৬৫ টাকা বিমানবন্দর-হাওড়া: ৫০ টাকা, বিমানবন্দর-সেক্টর-৫ বা করুণাময়ী: ৭০ টাকা, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। বিমানবন্দরের পাশে হওয়ায় যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে।
  • Link to this news (আজ তক)