ফের সক্রিয় নিম্নচাপে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
প্রতিদিন | ২০ আগস্ট ২০২৫
নিরুফা খাতুন: ভাদ্রের শুরুতেও বাংলায় সক্রিয় বর্ষা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। সেটিই স্থলভাগে ঢুকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আজ বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। সেই বৃষ্টির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা ও দক্ষিণ ছত্রিশগড়ে অবস্থান করছে। আজ, বুধবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আগামী শুক্র ও শনিবার মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৪ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৪.৪ মিলিমিটার। দিনভর মহানগরের আকাশ মেঘলা থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার পর্যন্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার ভারী বৃষ্টি হবে মূলত পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতে। আজ থেকেই উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। চলবে ঝোড়া হাওয়া। সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।