• মেট্রোয় চেপে মাত্র আধঘণ্টায় হাওড়া থেকে সেক্টর ফাইভ, কত হতে পারে ভাড়া?
    প্রতিদিন | ২০ আগস্ট ২০২৫
  • নব্যেন্দু হাজরা: আগামী শুক্রবার থেকেই এক মেট্রোয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। তাও মাত্র আধ ঘণ্টায়। জুড়ে যাবে সাবার্বান লাইনের দুই টার্মিনাল স্টেশন। মেট্রো সূত্রে খবর, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যেতে যাত্রীদের সময় লাগবে ৩২ মিনিট। আর হাওড়া থেকে ৩০ মিনিট মতো। মানে যে দূরত্ব বাসে যেতে ঘণ্টা দেড়েক লাগত তাই এবার পাতালপথে লাগবে আধ ঘণ্টা। ভাড়ার তালিকা আজ বুধবারের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। সেক্ষেত্রে হাওড়া থেকে সেক্টর ফাইভ ভাড়া ২৫ টাকা হওয়ার সম্ভাবনা।

    হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের দূরত্ব ১৬.৫ কিলোমিটার। এই রুটে প্রথম ২ কিমি-র ভাড়া ৫ টাকা। এসপ্ল‌্যানেড থেকে হাওড়া ভাড়া ১০ টাকা। মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে এতদিন মেট্রো ছুটেছে। কিন্তু এই দুই অংশ জুড়ে গেলে এক ধাক্কায় যাত্রীসংখ‌্যা অনেকটাই বেড়ে যাবে। খুবই কম সময়ে আরামদায়কভাবে তাঁরা গন্তব্যে পৌঁছতে পারবেন। ফলে সাধারণ মানুষ থেকে অফিসযাত্রী প্রত্যেকরই খুব সুবিধা হবে।

    যাত্রীদের কথায়, দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। মেট্রোপথে জুড়ে যাচ্ছে পূর্ব-পশ্চিম। এত কম সময়ে হাওড়া থেকে সল্টলেক চলে যাওয়া গেলে সবথেকে উপকৃত হবেন জেলার মানুষজন। যারা লোকাল ট্রেনে চড়ে এসে এতদিন বাস ধরতেন, তাঁরাই এবার মেট্রো ধরবেন। মেট্রোয় চড়ে হাওড়া থেকে শিয়ালদহ যেতে ১১ মিনিট সময় লাগবে। মেট্রো সূত্রে খবর, শুক্রবার যশোর রোড স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা নেড়ে পরিষেবার উদ্বোধন করতেই শিয়ালদহ-ধর্মতলা যাত্রী নিয়ে ট্রেন ছোটা শুরু হয়ে যাবে। এই রুটে যাত্রী এক ধাক্কায় অনেকটা বাড়বে এটা ধরে নিয়েই স্টেশনে কর্মীসংখ‌্যা বাড়ানো হচ্ছে।

    তাছাড়াও  অন‌্যান‌্য যা যা প্রস্তুতি প্রয়োজন সবটাই করার কাজ চলছে। তবে মেট্রো কর্তৃপক্ষের চিন্তা একটাই। এখন যা যাত্রী হয় গ্রিন লাইনে, তার থেকে অন্তত দু’লক্ষ যাত্রী বাড়বে শুরুতেই। কিন্তু এই লাইনে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট নিয়ে ঢুকতে-বেরোতে যাত্রীদের সমস‌্যা। ফলে গেটে লম্বা লাইন পড়ে যায়। কাগজ একটু ভাঁজ হয়ে গেলেই আটকে যান তাঁরা। তাই যাত্রীদের দাবি, ফের টোকেন চালু করা হোক সব লাইনে। কারণ যাত্রী বাড়লে এমনিতেই এএফসি গেটে লাইন পড়বে বেশি। তার উপর যদি আবার কাগজের টিকিটের কারণে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে তো সমস‌্যা বাড়বে বই কমবে না। তবে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এখনই তাদের তেমন কোনও পরিকল্পনা নেই।
  • Link to this news (প্রতিদিন)