• প্রিন্সেপ ঘাট স্টেশনে খুনের কিনারা, ধৃত চার
    আনন্দবাজার | ২০ আগস্ট ২০২৫
  • চক্র রেলের প্রিন্সেপ ঘাট স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবককে খুনের ঘটনার কিনারা করল চিৎপুর রেল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। মঙ্গলবার বড়বাজার স্টেশন থেকে তাদের গ্রেফতার করেন চিৎপুর রেল পুলিশের অফিসারেরা। ধৃতদের নাম মহম্মদ আরমান, বাকিবুল মণ্ডল ওরফে ছোটু, রাহুল মণ্ডল ওরফে মিলন এবং রাজা মিশ্র। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, টাকা চুরির ঘটনা সংক্রান্ত গোলমালের জেরেই শনিবার বিকেলে খুন করা হয় হাওড়ার বাসিন্দা অরবিন্দ মণ্ডলকে। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত আরমান।

    পুলিশের দাবি, অভিযুক্তেরা সকলেই স্টেশনের প্ল্যাটফর্মে থাকত। ঘটনার আগের দিন অরবিন্দের সঙ্গে বসে প্রিন্সেপ ঘাট স্টেশনে মদ্যপান করেছিল ওই চার জন। অভিযোগ, সেই সময়ে আরমানের টাকা এবং মোবাইল ফোন চুরি হয়ে যায়। তাতে আরমানের সন্দেহ গিয়ে পড়ে অরবিন্দের উপরে। এর পরে শনিবার সকালে ওই চার জন একই জায়গায় মিলিত হয়। সেখানে মদ্যপান করার সময়ে তারা ঠিক করে, অরবিন্দকে ‘উপযুক্ত শিক্ষা’ দেবে।

    সে দিন বিকেলে প্রিন্সেপ ঘাট স্টেশনে গিয়ে তারা দেখে, প্ল্যাটফর্মে ঘুমোচ্ছেন অরবিন্দ। অভিযোগ, সুযোগ বুঝে ঘুমন্ত অরবিন্দের গলায় ছুরি চালায় আরমান। এর পরেই তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন এবং সূত্র মারফত রেল পুলিশ জানতে পারে, এই ঘটনার পিছনে রয়েছে আরমানেরা। এর পরেই মঙ্গলবার তাদের পাকড়াও করে রেল পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)