জামিন পেলেও তাঁর নামে লুক আউট নোটিসের বিষয়টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, স্পেনে পিএইচডিরত ছাত্র হিন্দোল মজুমদারকে কিছুটা উদ্বেগে রেখেছে। জামিন পাওয়ার পরে লুক আউট নোটিসের কী ভিত্তি, তা নিয়ে প্রশ্ন থাকলেও ওই নোটিস থাকাকালীন বিদেশে হিন্দোলের কর্মস্থলে ফেরার বিষয়টি নিয়ে প্রশ্ন থাকছে। পুলিশি হেফাজতে থাকাকালীন হিন্দোলের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়ার কথাই বলছে পুলিশ। কিন্তু লুক আউট নোটিস তোলার বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, সে-বিষয়ে লালবাজারের তরফে এখনও সাড়া মেলেনি।
হিন্দোলের ঘনিষ্ঠ মহলও বিষয়টি নিয়ে পরের পদক্ষেপের জন্য পুলিশ কী করে, সে-দিকেই নজর রাখছে। এখনও আদালতে জামিন নিয়ে বিচারকের নির্দেশ হাতে পাননি হিন্দোল ও তাঁর পরিবারের লোক। সেই সঙ্গে মোবাইল ফোন, ব্যক্তিগত ও অফিসের ল্যাপটপ পুলিশের কাছে থাকাটাও গবেষক-ছাত্রটিকে অসুবিধায় রেখেছে। কোর্টে তোলার সময়ে পুলিশ হিন্দোলের মুখ ঢেকে রাখা নিয়ে এপিডিআর রাজ্য মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছে। হিন্দোলের পরিবার চায়, গত কয়েক দিনের ভোগান্তির মানসিক চাপ কাটিয়ে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তিনি স্পেনের গ্রেনাডা বিশ্ববিদ্যালয়ে তাঁর কাজের জায়গায় ফিরে যান।