• ফ্রন্টের জট খুলে বাইরে কথা বলবে সিপিএম
    আনন্দবাজার | ২০ আগস্ট ২০২৫
  • বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঘর গোছানোর কাজ করতে গিয়ে বাম শরিকদের পুরনো দাবির মুখেই পড়তে হচ্ছে সিপিএমকে। রাজ্যে ক্ষমতা হারানোর পরে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গেলেও বামফ্রন্টের শরিকদের দাবি, আসন লড়ার তাকত তাদের কমেনি! বরং, ক্ষেত্র বিশেষে বেড়েছে। তাই পুরনো আসনের দাবিই বজায় রাখছে তারা। পরিস্থিতি সামাল দিতে আগামী মাসে শরিকদের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন সিপিএম নেতৃত্ব। ফ্রন্টে ঘর গুছিয়েই তাঁরা বাইরের দলের সঙ্গে আলোচনা করতে চান এ বার।

    আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার বামফ্রন্টের বৈঠক বসেছিল শরিকদের মধ্যে আসন-রফা নিয়ে প্রাথমিক আলোচনার জন্য। সূত্রের খবর, সেই ১৯৯৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত যে আসন বণ্টন সূত্র ফ্রন্টের মধ্যে মেনে চলা হয়েছিল, সেই পথই বজায় রাখার কথা বলেছেন শরিক নেতৃত্ব। ফরওয়ার্ড ব্লক যেমন তাদের পুরনো ভাগের ৩৪টি আসন চাইছে! সিপিআই আবার কংগ্রেসের সঙ্গে সমঝোতার পক্ষপাতী কিন্তু নিজেদের আসনের দাবিও ছাড়তে নারাজ! পঞ্চায়েত, পুরসভা-সহ তৃণমূল স্তরে সাংগঠনিক ভিত্তি এবং এলাকায় রাজনৈতিক কর্মসূচির যে মাপকাঠির কথা সিপিএম নেতৃত্ব বলতে চাইছেন, তা নিয়ে প্রশ্ন আছে আরএসপি-র। শরিক নেতাদের বক্তব্য শুনে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বৈঠকে বলেছেন, তাঁরা যা বলছেন, তা ‘বাস্তবসম্মত’ নয়। কংগ্রেস বা ফ্রন্টের বাইরের দলের সঙ্গে সমঝোতা করব কিন্তু নিজেদের আসন কমাব না, এই দু’টো কী ভাবে একসঙ্গে সম্ভব? সূত্রের খবর, সিপিআইয়ের পুনর্নির্বাচিত রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিমানের কিছু মতান্তরও হয়েছে। শেষে ঠিক হয়েছে, সেপ্টেম্বরে শরিকদের সঙ্গে সিপিএমের দ্বিপাক্ষিক বৈঠকের পর্ব চলবে। তার পরে আগামী ১৮ সেপ্টেম্বর ফের বসবে বামফ্রন্ট। আর আজ, বুধবার থেকে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে হবে দলের রাজ্য কমিটির বৈঠক।

    ফ্রন্টের বৈঠকে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, ফ ব-র নরেন চট্টোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, আরএসপি-র তপন হোড়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সিপিআইয়ের স্বপন, প্রবীর দেব প্রমুখ। সেলিম বৈঠকে বলেছেন, গত বার ফ্রন্টের মধ্যে ঠিকমতো ফয়সালা হওয়ার আগে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা শুরু হয়ে গিয়েছিল। তাতে জটিলতা তৈরি হয়েছিল। এ বার ফ্রন্টে একটা রূপরেখা ঠিক করে নিয়ে বাইরের দলগুলির সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করতে চান তাঁরা।
  • Link to this news (আনন্দবাজার)