• সওয়াল শেষ হয়নি, রায় ঘোষণার সময়ে দাবি
    আনন্দবাজার | ২০ আগস্ট ২০২৫
  • খাস কলকাতার একটি কলেজের মামলায় অন্তর্বর্তিকালীন রায় ঘোষণা করছিলেন বিচারপতি। রায়ের বেশ কিছুটা অংশ পড়ে ফেলার পরে এজলাসে হাজির হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি)। তিনি জানান, মামলায় সওয়াল শেষ হয়নি তাঁর! সেই বক্তব্য শুনেই থমকে যান বিচারপতি। যদিও এখানেই বিষয়টি শেষ হয়নি। বিচারপদ্ধতিগত ‘জটিলতা’ হবে, এই যুক্তিতে মামলাটি ছেড়ে দেওয়ারও আর্জি জানান এজি। তার পরেই বিচারপতি জানান, মামলার শুনানি থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আইনজীবীদের একাংশ বলছেন, অন্তর্বর্তিকালীন রায় ঘোষণার সময়ে রাজ্যের তরফে সওয়াল শেষ না-হওয়ার যুক্তি কার্যত নজিরবিহীন। আদালত সূত্রের খবর, ওই কলেজের বর্তমান অধ্যক্ষা যোগদানের পর থেকেই কলেজের একাংশ নানা ভাবে তাঁকে হেনস্থা করছেন বলে অভিযোগ। পরিচালন সমিতি নিয়েও প্রশ্ন আছে। প্রসঙ্গত, ওই পরিচালন সমিতির মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে কলেজ সূত্রের দাবি।

    আদালতের খবর, দক্ষিণ কলকাতার ওই কলেজের প্রশাসনিক দায়ভার, পরিচালন সমিতি প্রভৃতি বিষয় নিয়ে অধ্যক্ষা বনাম রাজ্য সরকারের মামলা হয়েছিল। সেই মামলারই অন্তর্বর্তিকালীন রায় ঘোষণার কথা ছিল এ দিন। কলেজের আইনজীবী অমিয় দত্ত জানান, রায় ঘোষণার সময়ে এজি এসে সওয়াল শেষ না-হওয়ার যুক্তি দেন এবং বিচারপদ্ধতি সংক্রান্ত জটিলতা এড়াতে বিচারপতিকে মামলা স্থানান্তর করার আর্জি জানান। এর পরেই বিচারপতি মামলা ছেড়ে দেওয়ার কথা বলেন। কলেজের আইনজীবী বলেন, ‘‘আমরা মামলা না-ছাড়ার অনুরোধ করেছিলাম এবং রাজ্যের যুক্তির প্রতিবাদ করেছিলাম।’’ যদিও বিচারপতি বসুর পর্যবেক্ষণ, এ দিনের ঘটনার পরে তাঁর পক্ষে মামলার শুনানি নিজের কাছে রাখা উচিত হবে না।
  • Link to this news (আনন্দবাজার)