• মগরাহাটে ধর্ষকের হাত থেকে মাকে বাঁচালো ৫ বছরের মেয়ে, হরিয়ানা থেকে গ্রেপ্তার অভিযুক্ত
    এই সময় | ২০ আগস্ট ২০২৫
  • মেয়েকে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার পথে এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট থানার আমড়াতলা এলাকায় ওই ঘটনা ঘটেছিল। পেশায় পরিযায়ী শ্রমিক শইফুল মোল্লা নামে ওই এলাকারই এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। মহিলার অভিযোগের ভিত্তিতে শইফুলকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করেছে মগরাহাট থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা টিউশন পড়িয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই অভিযুক্ত শইফুল তাঁদের পথ আটকায়। ওই আচমকা গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে টেনে হিঁচড়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে। তখন ওই মহিলার পাঁচ বছরের মেয়ে কোনও রকমে পালিয়ে গিয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। সেই খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে যেতেই অভিযুক্ত পালিয়ে যায়।

    এরপরে মগরাহাট থানায় লিখিতভাবে অভিযোগ জানান মহিলা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে মগরাহাট থানার পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশনের মাধ্যমে হরিয়ানার পুলিশের সাহায্যে তাঁকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করে ট্রানজ়িট রিমান্ডে নিজেদের হেফাজতে নেয়। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছিল। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

  • Link to this news (এই সময়)