• ECL-এর খনিতে জলের তোড়ে ভেসে শ্রমিকের মৃত্যু, প্রবল ক্ষোভ অন্ডালে
    এই সময় | ২০ আগস্ট ২০২৫
  • অন্ডালের ইসিএল-এর খনিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। খনিতে মেশিন দিয়ে কয়লা কাটতে গিয়ে বিপত্তি। কয়লা কাটার সময়ে বিপজ্জনক পাঁচিলের একাংশ ভেঙে পড়ায় দেওয়ায় খনিতে প্রচুর পরিমাণে জল ঢুকতে শুরু করে। জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু ইসিএল-এরএক শ্রমিকের। তাঁর নাম বিবেক মাজি (২২)। বুধবার সকালে দুর্ঘটনা অন্ডাল থানার অধীন ইসিএলের (ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড) বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ৩ নম্বর খাদানে দুর্ঘটনা। বিবেকের দেহ উদ্ধার হয়েছে। খনির ভিতরে আটকে পড়েছিলেন আরও চার জন শ্রমিক। তাঁদেরকেও উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উখড়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া শ্রমিকদের ইসিএল-এর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সূত্রের খবর, মৃত বিবেক ঝাড়খণ্ডের বাসিন্দা। বাকি চারজন ভিন রাজ্যের। সকলেই অস্থায়ী শ্রমিক।

    স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে পাঁচ জন কর্মী খনিতে কাজ করতে নেমেছিলেন। প্রায় সাড়ে ছ’শো ফুট গভীরে নেমে তাঁরা কয়লা তুলছিলেন। খনির ভিতরে যে সব বিপজ্জনক জায়গা রয়েছে, সেখানে আগেই পাঁচিল তুলে দেওয়া হয়েছিল। বুধবার ভোরের দিকে মেশিন দিয়ে কয়লা কাটার সময়ে আচমকাই একটি বিপজ্জনক পাঁচিলের একাংশ ভেঙে যায়। ওই পাঁচিলের উল্টো দিকে প্রচুর পরিমাণে জল ছিল।

    সূত্রের খবর, পাঁচিলের একাংশ ভেঙে পড়তেই সেখান দিয়ে প্রবল বেগে জল ঢুকতে শুরু করে। জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয় বিবেকের। ঘটনার কথা জানাজানি হতেই খনি অঞ্চলে শোরগোল পড়ে যায়। আটকে পড়া কর্মীদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছন ইসিএলের আধিকারিকরা। জল বের করার জন্য পাম্প নিয়ে আসা হয়। এর পরে পাম্পের সাহায্যে খনি থেকে জল বের করে চার জন কর্মীকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় বিবেককে।

    দুর্ঘটনার পরে ইসিএলের বিরুদ্ধে কর্মীরা ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, অতিরিক্ত উৎপাদনের জন্য কয়লা উত্তোলনে আউট সোর্সিং করছেন ইসিএল কর্তৃপক্ষ। কর্মীদের নিরাপত্তার দিকে তাঁদের কোনও নজর নেই। কোলিয়ারির আধিকারিক মনোজ মুখোপাধ্যায় বলেন, ‘মঙ্গলবার রাতের শিফটে ২৪ জন কর্মী খনিতে কাজ করতে নেমেছিলেন। বাকিরা উঠে এলেও পাঁচ জন আটকে গিয়েছিলেন। পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দ্রুত তাঁদেরকে বের করে আনা হয়েছে।’ শ্যামসুন্দরপুর কোলিয়ারির পার্সোনেল ম্যানেজার বলেন, ‘ঠিক কী ভাবে দুর্ঘটনা তা এখনই বলা যাবে না। দুর্ঘটনায় কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)