• লাইনে জল, মেট্রো বন্ধ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত, চরম দুর্ভোগ
    আজ তক | ২০ আগস্ট ২০২৫
  • ফের মেট্রো লাইনে বিভ্রাট। শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর রুটে বুধবার ব্যস্ত সময়ে পরের পর মেট্রো দাঁড়িয়ে থাকার অভিযোগ। দীর্ঘক্ষণ মেট্রো না পেয়ে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়ে যান যাত্রীরা। ক্ষোভ উগরে দেন স্টেশনে স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। জানা গিয়েছে, এদিন সকাল থেকে অতিরিক্ত বৃষ্টির জন্য কালীঘাট,  যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে জল জমে রয়েছে। আর সে কারণে থমকে গিয়েছে পরিষেবা। আপাতত এই রুটে মেট্রো চলাচল করা যাচ্ছে না বলে ঘোষণা করা হচ্ছে স্টেশনগুলিতে। পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। 

    বারবার মেট্রো বিভ্রাট নিয়ে অতিষ্ট নিত্যযাত্রীরা। এর আগেও চলতি বর্ষার মরশুমে একাধিকবার মেট্রোর কয়েকটি স্টেশনের ট্র্যাকে জল জমে থাকার কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। গত জুলাই মাসেই পার্ক স্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনের মাঝে ট্র্যাকে জল জমে গিয়েছিল। ফলে পরিষেবা সাময়িক ভাবে স্থগিত হয়ে যায় এই রুটে। অফিস টাইমে দ্রুত পৌঁছনোর লক্ষ্যে মেট্রোয় উঠে ভোগান্তির শিকার হন যাত্রীরা। স্টেশন থেকে বেরিয়ে কাউকে বাস, কাউকে আবার অফিসে লেট মার্ক এড়াতে বাড়তি খরচ করে ধরতে হয় অ্যাপ ক্যাব। বুধবারও সেই একই চিত্র দেখা গিয়েছে শহরে। 

    এদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই প্রান্তিক স্টেশনটি। ফলে যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। নিয়মিত ট্রেনে করে এসে নিউ গড়িয়া স্টেশনে নেমে মেট্রো ধরতেন যে যাত্রীরা তাঁদের এখন আরও কিছুটা এগিয়ে এসে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হচ্ছে। সময়ে গন্তব্যে পৌঁছতে দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে অধিকাংশকেই। 

    আবার প্রান্তিক স্টেশন না হওয়ায় শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রোর রেক ঘোরাতে সমস্যা হচ্ছে। ফলে সময়মতো মেট্রো চলছে না মাঝে মধ্যেই। সঠিক সময়ে মেট্রো না পাওয়ার অভিযোগ উঠছে প্রায় প্রতিদিনই। সব মিলিয়ে মেট্রোয় বারবার বিভ্রান্তি ঘিরে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। 
  • Link to this news (আজ তক)