জলপাইগুড়ি পুরসভার হুঁশিয়ারির পর রেস্টুরেন্টের হোর্ডিংয়ে স্বমহিমায় ফিরল বাংলা
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পুরসভার তরফে পদক্ষেপের হুঁশিয়ারির পরই রেস্টুরেন্টের হোর্ডিংয়ে স্বমহিমায় ফিরল বাংলা। জলপাইগুড়ি শহরের একটি রেস্টুরেন্টে তামিল ও ইংরেজি ভাষায় বড় বড় হরফে দোকানের নাম লেখা হলেও বাংলায় খুদে হরফে লেখা হয়। এতে বাংলা ভাষাকে ‘অবমাননা’র অভিযোগ ওঠে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। যা নিয়ে পদক্ষেপের হুঁশিয়ারি দেয় জলপাইগুড়ি পুরসভা। অন্য ভাষায় যেখানে বড় অক্ষরে রেস্টুরেন্টের নাম লেখা হয়েছে, সেখানে বাংলায় কেন খুদে অক্ষরে লেখা হল, তা নিয়ে প্রতিবাদে সরব হয় একটি সংগঠন। তারা ওই রেস্টুরেন্টের সামনে দিন তিনেক আগে বিক্ষোভও দেখায়। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়ে দেন, ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হোর্ডিংয়ে অন্যান্য ভাষায় বড় হরফে দোকানের নাম লিখলেও বাংলায় অতি ক্ষুদ্র হরফে লিখেছে। যা বাংলা ভাষাকে অবমাননা করার সামিল বলে মনে করি আমরা।রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে সাতদিনের সময় দেওয়া হয়েছে। এরমধ্যে ওই হোর্ডিং বদলাতে হবে। বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দিয়ে বড় হরফে হোর্ডিংয়ে দোকানের নাম লিখতে হবে। অন্য ভাষা থাকুক, তাতে আপত্তি নেই। কিন্তু সবার উপরে বাংলা ভাষায় লিখতে হবে এবং সবচেয়ে বড় হরফে লিখতে হবে। না হলে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব। পুরসভার হুঁশিয়ারির পর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তড়িঘড়ি হোর্ডিংয়ে সবার উপরে বাংলায় বড় হরফে দোকানের নাম লিখতে বাধ্য হয়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, মহালয়া থেকে জলপাইগুড়ি শহরের সব দোকানের নাম বাংলায় বড় হরফে লিখতে হবে। এই নিয়ে পুরসভা বিজ্ঞপ্তি জারি করেছে।