প্রয়াত রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাম আমলে ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী। সামলেছেন তফশিলি ও আদিবাসী উন্নয়ন দপ্তর। উত্তরবঙ্গের দাপুটে রাজবংশী নেতা হিসেবে পরিচিত ছিলেন দীনেশচন্দ্র ডাকুয়া। আজ, বুধবার শহরের এক সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বলে দল সূত্রে জানা গিয়েছে। রাজবংশী সম্প্রদায়ের নেতা হিসেবে তিনিই প্রথম রাজ্য মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন। বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। পেশায় ছিলেন আইনজীবী। প্রথমে সিপিআই, পরে ১৯৬৪ সালে সিপিআই (এম)তে যোগ দেন দীনেশ ডাকুয়া।কোচবিহারের মাথাভাঙা থেকে ১৯৬৭ সালে ভোটে জয়ী হয়ে বিধায়ক হন। যদিও তারপর অনেকবার ভোটে হারেন তিনি। কিন্তু ১৯৭২ থেকে টানা ২০০৬ সাল পর্যন্ত মাথাভাঙার বিধায়ক পদেই জয়ী হয়েছিলেন দীনেশবাবু। ১৯৮৭ সালে বামফ্রন্ট সরকারের আমলে জ্যোতি বসুর মন্ত্রিসভায় প্রথম মন্ত্রী হন তিনি। পরে ২০০১ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় পর্যটনমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন উত্তরবঙ্গের এই নেতা। উওরবঙ্গের তথা কোচবিহারে নানান সময়ে বিছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন দীনেশ ডাকুয়া। সিপিআই (এম)-এর রাজ্য কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন তিনি। বর্ষীয়ান এই বাম নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছে রাজ্য কমিটি।