• পিছনের দরজা দিয়ে ঢুকে ৪ লক্ষ টাকার গয়না চুরি
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: মঙ্গলবার দুপুরে নোদাখালি থানার সাউথ বাওয়ালির অধিকারীপাড়ার এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই চুরি ঘিরে রহস্য দানা বেঁধেছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। পিছনের দরজা ঠেলে ভিতরে ঢুকে নিশ্চিন্ত মনে চোর চাবি দিয়ে আলমারি খোলে। এরপর সেখানে রাখা তিন থেকে চার ভরি সোনার গয়না হাতায়। তার মূল্য এখন প্রায় চার লক্ষ টাকা। ধীরেসুস্থে কাজ শেষে চলেও যায়।

    বিকেলের দিকে বাড়ি ফিরে তা নজরে আসে গৃহকর্ত্রীর। পুলিস খবর পেয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এই চুরিতে একজনই জড়িত। একাধিক ব্যক্তি নেই। শুধু তাই নয়, চোরের এই বাড়িতে ঢোকা থেকে আলমারি না ভেঙে অতি সহজে চাবি পাওয়ার পাশাপাশি সোনার গয়না হাতিয়ে নেওয়ার ধরন দেখে পুলিসের মনে হচ্ছে, চোর ওই বাড়ির কারও সঙ্গে পরিচিত। না হলে সে আলমারির চাবি কোথায় থাকে, তা জানল কী করে? শুধু তাই নয়, এদিন বাড়ির গৃহকর্ত্রী কখন শিশুকে নিয়ে স্কুলে গেলেন, তা জানল কি করে চোর? পিছনের দরজা যে তালাবন্ধ থাকবে না, তাও চোরের আগে থেকেই জানা ছিল। তক্কে তক্কে ছিল সে। বাড়ির মহিলা সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার পরই সে ঢুকে অপারেশন করে।

    পুলিসকে এটাও ভাবাচ্ছে যে ঘরের ভিতর এত সোনার গয়না থাকা সত্ত্বেও কেন মহিলা পিছনের দরজায় তালা দেননি? কেন আলমারির চাবি লুকিয়ে রাখেননি? উত্তর খুঁজছে পুলিস।
  • Link to this news (বর্তমান)