• ১৪ কোটি টাকার সোনার গয়না লুট চাকদহের ব্যাঙ্ক থেকে! কর্মীদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ
    প্রতিদিন | ২০ আগস্ট ২০২৫
  • সুবীর দাস, কল্যাণী: চাকদহে বেসরকারি ব্যাঙ্কে ভয়াবহ ডাকাতিতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সন্ধ্যার পর ওই ঘটনায় তদন্তে নেমে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। পুলিশ সূত্রে খবর, আনুমানিক ১৫ কেজি সোনা লুট হয়েছে। যার মূল্য আনুমানিক প্রায় ১৪ কোটি টাকা! কোথায় নিয়ে যাওয়া হল ওই বিপুল পরিমাণ সোনা? সেই প্রশ্ন উঠেছে। দফায় দফায় ব্যাঙ্ককর্মীদের জেরা করছে চাকদহ থানার পুলিশ।

    গতকাল মঙ্গলবার ভর সন্ধেবেলা চাকদহ থানার লালপুরে চাকদহ-বনগাঁ রোডের ওই বেসরকারি ব্যাঙ্কে দুই দুষ্কৃতী হানা দেয়। সেসময় ব্যাঙ্কের ভিতরে মোট চার কর্মী উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, ওই ব্যাঙ্কে গয়না বন্দক রেখে টাকা ঋণ দেওয়া হয়। ফলে ব্যাঙ্কের ভল্টে প্রচুর গয়নাও ছিল বলে খবর। ব্যাঙ্কের ভিতর ঢুকেই দুই দুষ্কৃতী সদর দরজার শাটার নামিয়ে দেয়। এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্ক কর্মীদের ভয় দেখানো চলতে থাকে। দুই ব্যাগ ভয়ে সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। এরপরেই ব্যাঙ্ককর্মীরা চাকদহ থানায় খবর দেন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিসকুমার মৌর্যও তদন্তে গিয়েছেন।

    গতকাল সন্ধের পর থেকে এদিন বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এই ঘটনায়। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেখানে দুই দুষ্কৃতীকে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই ফুটেজ দেখিয়ে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ চলছে। ব্যাঙ্কের কর্মীদের ধারাবাহিক জেরা করছেন তদন্তকারীরা। ব্যাঙ্কের কর্মীরা কি কোনওভাবে যুক্ত দুষ্কৃতীদের সঙ্গে? ব্যাঙ্কের নিরাপত্তাই বা কতটা ছিল? সেইসময় নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন? সেসব প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)