কলকাতার কসবা এলাকায় ফের গণধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়াল। এবার এক তরুণী মডেলের অভিযোগ, সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুই যুবক তাঁকে একাধিকবার গণধর্ষণ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা তরুণী পুলিশের কাছে জানিয়েছেন, ২০২৩ সালে সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁর সঙ্গে দুই যুবকের আলাপ হয়। এই দুই যুবক নিজেদের টলিউড ও বলিউডের প্রযোজক হিসেবে পরিচয় দিয়ে তাঁকে সিনেমায় কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমনকি, তাঁরা বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন। এই প্রলোভনে পড়ে তরুণী ধীরে ধীরে তাঁদের উপর ভরসা করতে শুরু করেন।
তরুণীর অভিযোগ অনুযায়ী, এই দুই যুবক তাঁকে বিভিন্ন সময়ে কসবার বিভিন্ন স্থানে নিয়ে যান এবং সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তাঁকে বিনোদন জগতের পার্টিতে নিয়ে যাওয়া হত, যেখানে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হত। পরবর্তীকালে তরুণী বুঝতে পারেন যে তাঁকে প্রতারিত করা হয়েছে। অভিযুক্তরা প্রযোজক নন, তাঁদের বিনোদন জগতের কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ নেই। এরপর তিনি যখন তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাঁরা তাঁকে এড়িয়ে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়ে তরুণী গত সোমবার রাতে কসবা থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করার জন্য তৎপরতা চালাচ্ছে। এছাড়াও, তাঁদের বিনোদন জগতের কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তদন্তের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।