• ফের ‘আক্রান্ত’ বাঙালি, বাংলা বলায় হেনস্তা পরিযায়ী শ্রমিককে! ফেরাতে উদ্যোগী তৃণমূল 
    প্রতিদিন | ২১ আগস্ট ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের বাংলা বলায় হেনস্তার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক। স্থানীয়দের অত্যাচারে হাত থেকে কোনওরকমে পালিয়ে বাঁচেন শ্রমিক। খবর পেয়ে শ্রমিককে উদ্ধারের জন্য উদ্যোগ তৃণমূলের। ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    কয়েক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দৌলতপুরের বাসিন্দা জাহিরুদ্দীন ফকির মহারাষ্ট্র যান। তিনি নাগপুরে একটি দর্জি কারখানায় কর্মরত ছিলেন। সম্প্রতি কারখানায় কর্মরত আরও চারজন বাঙালি পরিযায়ী শ্রমিকের সঙ্গে স্থানীয় বাজারে যান। তাঁরা সেখানে বাংলাতেই কথা বলছিলেন। অভিযোগ, তখনই ওই শ্রমিকদের বাংলাদেশি সন্দেহ করে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারাই পাঁচজনকে ধরতে যান। বিপদ বুঝে কোনওরকমে এলাকা থেকে পালিয়ে বাঁচেন।

    এরপর জাহির ফোনে তাঁর পরিবারে যোগাযোগ করে আতঙ্কের কথা জানান। আতঙ্কিত পরিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করেন। বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে সাংসদ বিষ্ণুপুরের স্থানীয় তৃণমূল নেতৃত্বকে ওই পরিযায়ী শ্রমিককে দ্রুত ঘরে ফিরিয়ে আনতে নির্দেশ দেন। সাংসদের নির্দেশমত জাহিরুদ্দিনকে দ্রুত ঘরে ফিরিয়ে আনতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক-মন্ত্রী দিলীপ মণ্ডল।

    জাহিরুদ্দিনের পরিবার জানিয়েছে, বাংলায় কথা বলার জন্য তাঁদের ছেলেকে বাংলাদেশি সন্দেহ করে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল স্থানীয়রা। তাঁদের আবেদন তাঁকে যেন দ্রুত সেখান থেকে ঘরে ফিরিয়ে আনা হয়। সাংসদের উদ্যোগে ছেলে ঘরে ফিরতে পারবে জেনে বেশ কিছুটা স্বস্তি অনুভব করছেন। এখন ঘরের ছেলে ঘরে ফিরে আসার অপেক্ষায় পরিবার।
  • Link to this news (প্রতিদিন)