নির্বাচনের আগেই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিধানসভা ভোটকে মাথায় রেখে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ পাইয়ে দেওয়ার কাজ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে চায় জেলা প্রশাসন। ভোটপর্ব শুরু হয়ে গেলে উন্নয়নের কাজকর্ম যেমন ব্যাহত হয়, তেমনই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার প্রক্রিয়াও থমকে যায়। সেজন্য চলতি বছর ডিসেম্বরের মধ্যেই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার জন্য ক্রেডিট লিঙ্কেজের কাজে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি স্বনির্ভর গোষ্ঠীগুলি এবং সমন্বয়কারী দপ্তরগুলিকে তড়িঘড়ি লক্ষমাত্রা অনুযায়ী ঋণ দেওয়ার কাজ এগনোর জন্য বলা হচ্ছে।
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে খবর, স্বনির্ভর গোষ্ঠীগুলির ব্যবসায় শ্রীবৃদ্ধির জন্য চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ক্রেডিট লিঙ্কেজের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১ হাজার ১৮৩ কোটি টাকা ঋণ দিতে কাজ চালাচ্ছে। এর মধ্যে ৪০ শতাংশ টার্গেট সম্পূর্ণ হয়েছে। বাকি ৬০ শতাংশ কাজ ডিসেম্বর মাসের মধ্যে করার জন্য টার্গেট রয়েছে জেলা প্রশাসনের। জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তা হেমন্ত সেওয়ার বক্তব্য, গত অর্থবর্ষ জেলা ক্রেডিট লিঙ্কেজে রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়েছিল। এবার সেই সাফল্যকে ধরে রাখতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১ হাজার ১৮৩ কোটি টাকা ঋণ দেওয়ার টার্গেট রয়েছে আমাদের। তার জন্য সম্প্রতি আমরা জেলার সমস্ত সঙ্ঘ থেকে স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছি। সেখানে জেলা প্রশাসনের উদ্দেশ্যর ব্যাপারে সকলকে জানিয়েছে।