ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনায় নতুন তথ্য, আগ্নেয়াস্ত্রের ছিল না লাইসেন্স
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সেভক রোডে ব্যবসায়ী আত্মঘাতী হওয়ার ঘটনায় নয়া মোড়। যে আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছিলেন ব্যবসায়ী তার কোন লাইসেন্স ছিল না। কোথা থেকে সেই বন্দুক তিনি পেয়েছিলেন তা নিয়েই তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিস। ওই ঘটনার পিছনে কী কী কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সেভক রোডের একটি বিলাসহুল আবাসনের নিজের ফ্ল্যাটে মাথায় গুলি করে আত্মঘাতী হন ওষুধ ব্যবসায়ী প্রতীক আগরওয়াল। ঘটনার পর শহরজুড়ে শোরগোল শুরু হয়ে যায়। তদন্তে নেমেছে পুলিস। যে আগ্নেয়াস্ত্র থেকে ওই ব্যবসায়ী নিজেকে গুলি করেছিলেন তা লাইসেন্স প্রাপ্ত কি না তা নিয়ে খোঁজখবর শুরু করতেই জানা যায় বেআইনিভাবে তা নিজের কাছে রেখেছিলেন ওই ব্যবসায়ী। তবে সেই আগ্নেয়াস্ত্র তাঁর কাছে এল কীভাবে তা এখনও পর্যন্ত জানতে পারিনি পুলিস। অন্যদিকে, ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। এমনকী শিলিগুড়ির একটি অন্য এলাকাতে একটি ফ্ল্যাট কিনে বেশ কিছুদিন সেখানেও তিনি ছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর সঙ্গে আর কে কে ছিল তা এখনও জানতে পারা যায়নি। সবমিলিয়ে ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছে ভক্তিনগর থানা।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা জানতে পেরেছি যে আগ্নেয়াস্ত্র ওই ব্যবসায়ীর কাছে ছিল সেটি বেআইনিভাবে তিনি পেয়েছিলেন। কেন, কীভাবে কোথা থেকে তা নিয়ে আসা হয়েছিল জানতে তদন্ত করছি আমরা।