সংবাদদাতা, গঙ্গারামপুর: সন্ধ্যা হতেই বুনিয়াদপুর পুরসভা এলাকায় জাতীয় ও রাজ্য সড়কের দখল নিচ্ছে গবাদি পশুরা। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। মালদহ-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক ও বুনিয়াদপুর- কালিয়াগঞ্জ রাজ্য সড়কে গবাদি পশু থাকায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। হাট-বাজার এবং ব্যস্ততম মোড়ে যানজটের প্রধান কারণ হয়ে উঠেছে এই পশুদের অবাধ ঘোরাফেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,পুর কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় গবাদি পশুর মালিকরা রাস্তায় পশু ছেড়ে দিচ্ছেন। সন্ধ্যা থেকে কলকাতা ও শিলিগুড়িগামী বাসের যাত্রা শুরু হয়। জাতীয় ও রাজ্য সড়কে গবাদি পশুকে রাস্তা দখল করে শুয়ে থাকতে দেখা যায় প্রতিদিন। রাতে পণ্যবাহী অনেক লরি বুনিয়াদপুর শহরের উপর দিয়ে হিলি স্থলবন্দরে যাতায়াত করে। অনেক সময় চালকরা গবাদি পশুদের রাস্তা থেকে সরিয়ে যানবাহন নিয়ে যান। যদিও পুর কর্তৃপক্ষের অভিযোগ,একাধিকবার সতর্কবার্তা জারি করা হলেও অনেক মালিক তা মানছেন না। সমস্যার সমাধান করতে দ্রুত বিশেষ অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুরসভা। গবাদি পশুদের রাখার মতো পুরসভার খোঁয়াড় না থাকায় সমস্যা আরও বাড়ছে।
শহরের স্থানীয় বাসিন্দা অলোক মণ্ডল বলেন, শহরে ফুটপাথ নেই। জাতীয় ও রাজ্য সড়ক দিয়েই সাইকেল, বাইক নিয়ে বা হেঁটে যাতায়াত করতে হয়। সন্ধ্যা হতেই যেভাবে গবাদি পশুরা জাতীয় ও রাজ্য সড়কে শুয়ে থাকছে,খুব তাড়াতাড়ি বড় দুর্ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। পুলিস ও পুরসভাকে জানানো হয়েছে। বুনিয়াদপুর পুরসভার প্রশাসক কমল সরকার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এতে পথ দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। পুরসভার কর্মীরা দেখলেই গবাদি পশুদের রাস্তা থেকে সরিয়ে দেন। স্থানীয় পশুপালকদের একাধিকবার সচেতন করেছি। এবার পুরসভা কড়া ব্যবস্থা নেবে।