নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধস অব্যাহত। বুধবার ফের ধসে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয় কালিম্পং ও সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। এতে যান চলাচল বন্ধ না হলেও রাস্তাটি রীতিমতো বিপজ্জনক। কিছু অংশে নেই পিচের চাদর। জায়গায় জায়গায় জল ও কাদা। তা মাড়িয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এই অবস্থায় সংশ্লিষ্ট সড়ক পরিদর্শনে উচ্চ পর্যায়ের টিম পাঠাচ্ছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকাড়ি। বুধবার দিল্লিতে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। একইসঙ্গে তিনি রাস্তাটি পুনরুদ্ধারে এনএইচআইডিসিএল, ইরকন, এনএইচপিসি, বিআরও প্রভৃতি সংস্থার মধ্যে সমন্বয় আরও বৃদ্ধির দাবি জানিয়েছেন।
শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের সরাসরি সড়ক যোগাযোগের মাধ্যম এনএইচ ১০। এই সড়কের সেভকের করোনেশন সেতু থেকে সিকিম সীমান্ত পর্যন্ত অংশ কালিম্পং জেলার অন্তর্গত। সংশ্লিষ্ট অংশই ধসপ্রবণ। এদিন ২৯ মাইলের কাছে ফের পাহাড়ের উঁচু অংশ থেকে পাথর, নুড়ি, কাদামাটি নেমে আসে রাস্তায়। এতে ঘটনাস্থলে দু’পাশে যানবাহনের লাইন পড়ে যায়। রাস্তা থেকে দ্রুত ধস সরায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অত্যন্ত ধীর গতিতে এলাকা দিয়ে চলে যানবাহন। কালিম্পংয়ের পুলিস সুপার শ্রীহরি পান্ডে বলেন, ধস হলেও রাস্তাটি বন্ধ করেনি এনএইচডিসিএল। রাস্তা দিয়ে যান চলাচল করছে।
সংশ্লিষ্ট মহাসড়কের একদিকে পাহাড়। আরএক পাশে তিস্তা নদী। ধসের পাশাপাশি তিস্তার থাবায় রাস্তাটির বেশকিছু অংশ বিপজ্জনক এখন। যারমধ্যে সেলফিধারা, বিরিকধারা, ২৭ মাইল, শ্বেতীঝোরা প্রভৃতি উল্লেখযোগ্য। ইতিমধ্যে কিছু জায়গায় রাস্তা ধসে নদীগর্ভে চলে গিয়েছে। সেখানে পাহাড় কেটে তৈরি করা হয়েছে রাস্তা। স্থানীয়রা বলেন, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হলেও সেই অংশগুলিতে নেই পিচ। রাস্তার কিছু অংশে আছে জলকাদা। ঝুঁকি নিয়ে চলছে বাইক, গাড়ি। এই অবস্থায় ভারী বৃষ্টি হলেই বিপদ বাড়বে।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে রাজ্য সরকারের পূর্তদপ্তরের কাছ থেকে সংশ্লিষ্ট জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব এনএইচআইডিসিএলকে দেয় কেন্দ্রীয় সরকার। এরপরও চলতি বর্ষার মরশুমে ধসের জেরে দু’সপ্তাহ বন্ধ ছিল রাস্তাটি। যারজেরে পর্যটন সহ হোটেল, গাড়ির ব্যবসায় ক্ষতি হয়। এজন্য এনএইচআইডিসিএলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলের একাংশ। কয়েকদিন আগে ধস বিধ্বস্ত সংশ্লিষ্ট রাস্তা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ রাজু বিস্তা। এদিন তিনি দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিস্তা জানান, সংশ্লিষ্ট মহাসড়ক পুনরুদ্ধার করতে এনএইচআইডিসিএলকে উচ্চ পর্যায়ের একটি টিম গঠন করার নির্দেশ কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী দিয়েছেন। ওই টিম শীঘ্রই রাস্তা পরিদর্শনে আসবে। জাতীয় সড়কের সমস্যা সমাধানে পুনর্বিন্যাস, এলিভেটেড করিডর, টানেল সহ কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা ওই টিমকে অনুসন্ধান করতে বলেছেন মন্ত্রী।