• নিউ জলপাইগুড়ি স্টেশন এখন যেন গোলকধাঁধা, চরম দুর্ভোগ যাত্রীদের
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: দেশ বিদেশের পর্যটক, সাধারণ ট্রেনযাত্রী সকলের কাছেই এখন এনজেপি স্টেশন বিভীষিকা হয়ে উঠেছে। বিশ্বমানের স্টেশন গড়ে তোলার কাজ চলছে এনজেপিতে। তারজন্য এসকেলেটর বন্ধ রাখা হয়েছে। প্ল্যাটফর্মে ঢোকা ও বের হওয়ার ফুটওভার ব্রিজগুলি নিয়ন্ত্রণ করা হয়েছে। ফলে স্টেশনের পার্কিং জোন থেকে যাত্রীরা কোন দিক দিয়ে প্ল্যাটফর্ম পৌঁছবেন এবং প্ল্যাটফর্ম থেকে কোন পথ দিয়ে বাইরে আসবেন তা বুঝতে নাজেহাল হচ্ছেন। এই পরিস্থিতিতে যাত্রীদের কাছে এনজেপি স্টেশন এখন গোলকধাঁধা হয়ে উঠেছে। 

    সমস্যার এখানেই শেষ নয়। এনজেপি স্টেশনে পৌঁছে গাড়ি ছেড়ে দেওয়ার পর পার্কিং জোন থেকে অনেকটা হেঁটে প্ল্যাটফর্মে পৌঁছতে হচ্ছে। আর সেই পথে স্টেশনের সংস্কারের কাজ চলায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, কোথাও জল জমে আছে। ফলে যাত্রীরা লাগেজ নিয়ে পার্কিং জোন থেকে প্ল্যাটফর্মে যাওয়া আসা করতে চূড়ান্ত নাজেহাল হচ্ছেন। 

    সেরকম এনজেপি স্টেশনের মুখে যে রাস্তাটি রয়েছে সেটিও ভেঙে খানাখন্দে ভরে রয়েছে। বর্ষার জল জমে রয়েছে রাস্তাজুড়ে। সব মিলিয়ে এনজেপি স্টেশনে নেমে শিলিগুড়ি শহরে ঢোকার আগেই দেশ বিদেশের পর্যটকদের বিরূপ ধারণা হচ্ছে। সেরকম পাহাড়-জঙ্গল ভ্রমণের আনন্দ নিয়ে ট্রেন ধরতে গিয়ে যন্ত্রণার অভিজ্ঞতা নিয়ে সকলে ঘরে ফিরছেন।  

    যাত্রীদের বক্তব্য, স্টেশন আধুনিক করার কাজ বন্ধ করা যাবে না। কিন্তু যেহেতু স্টেশনটি চালু রয়েছে তাই  যাত্রীদের যাতে সমস্যা না হয় সোটাও রেলকে দেখতে হবে। পার্কিং জোন থেকে ভাঙা রাস্তা, জমা জল, বালি পাথরের মধ্য দিয়ে যাত্রীদের লাগেজ নিয়ে যেতে সমস্যা হচ্ছে। তার সমাধানের জন্য বিকল্প ভাবনা করা উচিত ছিল। 

    এই সমস্যার কথা মেনে নিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। তিনি বলেন, ডিসেম্বর মাস পর্যন্ত এই সমস্যা চলবেই। আশা করছি, ডিসেম্বর মাসের মধ্যেই এনজেপি স্টেশনের আধুনিকীকরণে প্রথম পর্বের কাজ শেষ হয়ে যাবে। তারপর আর বেশি সমস্যা থাকবে না। যাত্রীরা উন্নত পরিষেবা পাবেন এনজেপি স্টেশনে। তবে তার আগেই যাত্রীদের এই সমস্যাগুলি বিকল্প উপায়ে সমাধান কীভাবে করা যায় এ নিয়েও সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।
  • Link to this news (বর্তমান)