• চা বাগানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, পুলিসের জালে যুবক
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, রাজগঞ্জ: চা বাগানে একা পেয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে। জলপাইগুড়ি সদর ব্লকের এ ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে। ঘটনার জেরে বাড়ি ফিরে ওই তরুণী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে তিনি জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। 

    এদিকে, ঘটনাস্থলেই অভিযুক্তকে ধরে ফেলেন এলাকার লোকজন। খবর পেয়ে দ্রুত পুলিস পৌঁছে উদ্ধার করে তাকে। চিকিৎসার জন্য প্রথমে অভিযুক্ত ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় বলে জানিয়েছেন জলপাইগুড়ির কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। তিনি বলেন, তরুণীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে। রিপোর্ট এলে ঘটনাটি স্পষ্ট হবে।

    পুলিস সূত্রে খবর, ওই তরুণীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক রয়েছে। কিন্তু কিছুদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছে। অভিযুক্ত যুবক তরুণীর ‘প্রেমিকের’ বন্ধু। সেই সুবাদে সম্পর্কের টানাপোড়েন নিয়ে অভিযুক্তকে কিছু কথা বলেছিলেন তরুণী। তারই পরিপ্রেক্ষিতে ‘প্রেমিকের’ সঙ্গে মনোমালিন্য মিটিয়ে দেওয়ার টোপ দিয়ে মঙ্গলবার বিকেলে বাড়ির কাছে চা বাগানে ডেকে নিয়ে এসে অভিযুক্ত যুবক ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

    নির্যাতিতার পরিবারের অবশ্য দাবি, বাড়ির কাছে চা বাগানে শৌচকর্ম সারতে গিয়েছিলেন ওই তরুণী। তখনই একা পেয়ে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক।

    ঘটনার খবর চাউর হতেই এলাকার লোকজন অভিযুক্ত যুবককে ধরে ফেলেন। চলে মারধর। এরইমধ্যে বাড়ি ফিরে তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর বাড়ির সামনে থেকে পুলিস একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধার করেছে। সেটি ওই তরুণীর বলে জানতে পেরেছে পুলিস। কিন্তু মোবাইলটি কীভাবে ভাঙল, তরুণী নিজে ভেঙেছেন নাকি অন্য কেউ সেটি ভেঙেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিস জানিয়েছে।

    তরুণীর মা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর বক্তব্য, ওই যুবক আমার মেয়ের জীবন নষ্ট করেছে। তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আমরা।
  • Link to this news (বর্তমান)