নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক যুবতীকে শিলিগুড়ি থানার পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতের নাম প্রেয়সী সরকার। তার বাড়ি ঝঙ্কার মোড় এলাকায়। বুধবার তাকে আদালতে পাঠালে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ৩ সেপ্টেম্বর ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১১ আগস্ট শিলিগুড়ির দেবাশিস কলোনির বাসিন্দা সুরজিৎ সরকার আত্মহত্যা করেন। এরপরই মৃতের পরিবার এবং প্রতিবেশী বন্ধু-বান্ধবরা জানান, প্রেয়সী সরকারের সঙ্গে ওই যুবকের দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। এমনকী দুই বাড়ির মধ্যে কথাবার্তা বিয়ে পর্যন্তও গড়ায়। তবে একাধিক যুবকের সঙ্গে ওই যুবতীর সম্পর্ক ছিল বলে বাড়ির লোকেরা দাবি করেন। গত ১০ আগস্ট বিষয়টি জানার পর তীব্র বিবাদ হয় দু’জনের মধ্যে। ওই রাতেই দুই অজ্ঞাত পরিচয়ের যুবক এসে সুরজিৎকে তাদের সঙ্গে জোর করে নিয়ে যায় বলে অভিযোগ। এর কিছুক্ষণের পরেই নিজের বাড়িতে ফিরে আত্মহত্যা করেন ওই যুবক। ঘটনাকে ঘিরে ফুলেশ্বরী এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ অবরোধ করেন এলাকাবাসীদের একাংশ। ঘটনার বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও অভিযুক্ত প্রেমিকা গ্রেপ্তার না হওয়ায় একাধিক মহলে ক্ষোভ বাড়ছিল। শেষ পর্যন্ত সোমবার শিলিগুড়ি থানার পুলিস ওই যুবতীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় এদিন তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ওই অভিযুক্ত প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গ্রেপ্তার করেছি। ঘটনার তদন্ত চলছে।