• শিল্পতালুকের সাড়ে চার হাজার শ্রমিকের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • সৌম্য দে সরকার, মালদহ: দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে জেলার শিল্পতালুকের শ্রমিকদের পাশে দাঁড়াল মালদহ ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্স। বুধবার এই বণিক সংগঠনের পক্ষ থেকে উদ্বোধন করা হল অ্যাম্বুলেন্স পরিষেবার। এর সুবিধা পাবেন শিল্পতালুক সংলগ্ন বিভিন্ন গ্রামের বাসিন্দারাও। পাশাপাশি, এদিন জেলার ব্লাডব্যাঙ্কগুলিতে রক্ত সংকট কাটাতে এগিয়ে আসেন সংগঠনের সদস্যরা। তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। উদ্বোধনে হাজির ছিলেন পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষও।  সংগঠনের সম্পাদক উত্তমকুমার সাহা জানান, ২০০৫ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ১৫০ জনের বেশি সদস্য রয়েছেন। তাঁরা বিভিন্ন শিল্পের কর্ণধার। সংগঠনের সভাপতি সৌরভ টেকরিওয়াল এবং সদস্য বিনোদ সাহা, দিলীপ সাহা, সৌমেন সরকার, বিধান রায়, কিশোর সাহা, দেবায়ন রায় সহ সদস্য শিল্পোদ্যোগীরা এই জনকল্যাণমূলক কর্মসূচির পরিকল্পনা করেছেন।

    উত্তমের কথায়, পুরাতন মালদহের এই শিল্পতালুকে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। শিল্পোদ্যোগী হিসাবে তাঁদের এবং শিল্পতালুক সংলগ্ন ভাবুক এবং পুরাতন মালদহ অঞ্চলের বাসিন্দাদের প্রতি দায়বদ্ধতা থেকে এই অ্যাম্বুলেন্স উৎসর্গ করা হল।

    পাশাপাশি, মালদহে সারা বছর রক্ত সংকট থাকে। কিছুটা হলেও সেই সমস্যা কাটাতে আমাদের সংগঠন উদ্যোগ নিয়েছে। এদিনের শিবিরে প্রায় ৫৪ জন রক্তদান করেছেন।

    সংগঠনের প্রধান কার্যালয় শিল্পতালুকেই। এই চত্বরের পাশ দিয়েই গিয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। এলাকায় ট্র্যাফিক সিগন্যাল বসানোর ক্ষেত্রেও সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানান অন্যতম কর্মকর্তা সৌমেন সরকার।

    অ্যাম্বুলেন্স উদ্বোধন ও রক্তদান শিবিরে এসে মালদহের জেলাশাসক বলেন, শিল্পের পাশাপাশি একাধিক জনহিতকর প্রকল্পের সঙ্গে যুক্ত মালদহ ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সদস্য শিল্পোদ্যোগীরা। শিল্পের উন্নতির জন্য শ্রমিকদের স্বার্থরক্ষা অত্যন্ত জরুরি। শিল্প ও শ্রমিক মহলের এই সমন্বয় অত্যন্ত দক্ষতার সঙ্গে বজায় রেখেছে সংগঠনটি। এটা অত্যন্ত প্রশংসনীয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)