• এবার প্রতিমায় নজর কাড়বে ব্ল্যাক ডায়মন্ড ক্লাব
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • মঙ্গল ঘোষ , পুরাতন মালদহ: দুর্গাপুজোয় গাজোলের থানা রোড এলাকায় ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের প্রতিমা এবারও নজর কাড়তে চলেছে। মুর্শিদাবাদের বহরমপুর থেকে আনা হবে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সহ অন্য দেবদেবীর প্রতিমা। মণ্ডপে তিনটি ধাপ করে সাজানো থাকবে প্রতিমাগুলি।

    বুধবার থেকে ক্লাবের দুর্গাপুজোর জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন জাঁকজমক করে খুঁটিপুজো হয়। ক্লাব সদস্য সহ জনপ্রতিনিধিরা ঢাকের তালে উল্লাসে মেতে ওঠেন। উপস্থিত ছিলেন গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন দাঁ, গাজোলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়, বিশিষ্ট ব্যবসায়ী প্রমোদ ঘোষ সহ অন্যরা। 

    প্রায় চার দশক আগে ক্লাব প্রতিষ্ঠা হয়। হিন্দু এবং মুসলিম সদস্যরা হাতে হাত মিলিয়ে পুজোর সব আয়োজন করেন। তাই গাজোলে এটি সম্প্রীতির পুজো নামে পরিচিত। ক্লাব সম্পাদক অসিত প্রসাদ, সভাপতি সুকুমার প্রসাদ, সহ সম্পাদক চন্দন প্রসাদ, সহ সভাপতি সৌরভ প্রসাদ, যুগ্ম কোষাধ্যক্ষ বিকি এবং মানস প্রসাদ। সদস্য হিসেবে রয়েছেন আব্দুল হাসিম,  সুশীল, সুমন, রাহুল, ধনঞ্জয় রাউত সহ একাধিক ব্যক্তি।

    ক্লাবের পুজোর জন্য জমিদাতা হিসেবে রামনারায়ণ প্রসাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ক্লাব সম্পাদক বলেন, আমাদের ক্লাবের জায়গা ছোট। সেজন্য আমাদের আসল চমক থাকে প্রতিমায়। এবারও নতুন কিছু দেখতে পাবেন দর্শনার্থীরা। গাজোল থেকে একমাত্র আমাদের ক্লাব গত বছর কার্নিভালে অংশ নিয়েছিল। মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের ক্লাবের পুজো উদ্বোধন করেছিলেন। অতীতে বিভিন্ন জায়গা থেকে প্রতিমার জন্য পুরস্কার পেয়েছিলাম। পুজোয় এবার ক’টা দিন প্রতিমা দর্শন করতে ভিড় উপচে পড়বে বলে আশা করছি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)