• জমিহারাদের পাশে শিলিগুড়ি পুরসভা, জাতীয় সড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত ৩ হাজার
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জাতীয় সড়ক সম্প্রসারণের জেরে শিলিগুড়িতে জমিহারা প্রায় তিন হাজার মানুষ। যার অধিকাংশ ব্যবসায়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জমিহারাদের পাশে দাঁড়াচ্ছে পুরসভা। বুধবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর একথা জানান মেয়র গৌতম দেব। একই সঙ্গে তিনি জানান, ইতিমধ্যে ওই বাসিন্দাদের জন্য কিছু এলাকায় সরকারি জমিও চিহ্নিত করা হয়েছে। 

    মাটিগাড়ার বালাসন সেতু থেকে সেভক রোডের সেনা ছাউনি পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। সংশ্লিষ্ট অংশের দৈর্ঘ্য প্রায় ১২ কিমি। এর একাংশ দার্জিলিং, আরএকটি অংশ জলপাইগুড়ি জেলায়। রাস্তা সম্প্রসারণের জেরে মাটিগাড়া, চম্পাসারি, ভক্তিনগরের কিছু এলাকা থেকে বাড়ি, দোকান সরাতে হয়েছে। সেই তালিকায় এসজেডিএ’র বাজার, পরিবহণনগরের কিছু বেসরকারি সংস্থা রয়েছে। জমিহারা ব্যবসায়ী ও বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার দাবি বহুদিনের। ইতিমধ্যে জমিহারারা বেশ কয়েকবার পুরসভা ও প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। 

    এমন প্রেক্ষাপটে বুধবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে-২ এর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে পুরসভা। পুরভবনের ওই বৈঠকে মেয়র ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ রাজেশ প্রসাদ সহ আধিকারিকরা ছিলেন। বৈঠকের পর মেয়র বলেন, জাতীয় সড়ক সম্প্রসারণ দ্রুত গতিতে চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর শহরের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। তবে রাস্তার কাজের জন্য অনেককে জমি ছাড়তে হয়েছে। তাঁদের অনেকেই কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তা আমরা জানি। তাঁদের পাশে আমরা দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ওই বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার উদ্যোগ নিয়েছি। যেখানে জমি পাব সেখানেই তাঁদের পুনর্বাসন দেব। ইতিমধ্যে কিছু জমি চিহ্নিত করা হয়েছে। 

    ডেপুটি মেয়র বলেন, সংশ্লিষ্ট প্রকল্পের ১২ কিমি এলাকায় জমিহারা হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। যাঁরমধ্যে একাংশের কাছে জমির নথি ছিল। তাঁরা জমির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ পেয়েছেন। এরবাইরে রাস্তাটির ধারে কিছু লোকের দোকান ও বাড়ি ছিল। যাঁদের কাছে জমির কোনও নথি নেই। তাঁদের পাশেও রয়েছি। মেয়র ও ডেপুটি মেয়র দু’জনেরই বক্তব্য, সমস্যা অনেকটাই মেটানো হয়েছে। 

    এদিকে, বৃষ্টির জল জমে যাওয়ায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ কিছু জায়গায় থমকে রয়েছে বলে অভিযোগ। মাটি ফেলে রাস্তা উঁচু করা হলেও পরিকল্পিতভাবে নিকাশি নালা তৈরি হয়নি। যারজেরে রাস্তার সম্প্রসারণের দু’পাশে জল জমছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো ম্যাপ ধরে আচমকা সংশ্লিষ্ট প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয় বলে অভিযোগ। এজন্য কিছু জায়গায় জমি নিয়ে জটিলতা তৈরি হয়। প্রশাসন সূত্রে খবর, জমি নিয়ে জটিলতা মিটে গিয়েছে। বৃষ্টির জমা জলও বিভিন্ন এলাকা থেকে বের করা হয়েছে। ফের নির্মীয়মাণ প্রকল্পের কাজে জোর দেওয়া হচ্ছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)