• পাড়ায় সমাধানে বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত ভিড়ে মুগ্ধ মন্ত্রী বেচারাম, মাতলেন গল্পে
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • ব্রতীন দাস, জলপাইগুড়ি: পাড়ায় সমাধান শিবিরে উপচে পড়ছে ভিড়। মাত্র দু’সপ্তাহে জলপাইগুড়ি জেলায় লক্ষাধিক মানুষ এসেছেন ওই শিবিরে। বাসিন্দাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভিভূত রাজ্যের কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। বুধবার মালবাজারের মাটিয়ালিহাট ও কুমলাই পঞ্চায়েত এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে যান তিনি। সেখানে শ’য়ে শ’য়ে মানুষের ভিড় দেখে মুগ্ধ হয়ে যান মন্ত্রী। চেয়ার ছেড়ে সটান শিবিরের মেঝেয় বসে বুথের বাসিন্দাদের সঙ্গে মাতেন গল্পে। কথায় কথায় জেনে নেন তাঁদের চাহিদা। এরপর এলাকার মানচিত্র ধরে কোথায় কোন কাজ হবে, তা নথিভুক্ত করতে বলেন প্রশাসনের আধিকারিকদের। মন্ত্রীকে এভাবে হাতের নাগালে পেয়ে আমজনতা তাঁদের মনের কথা খুলে বলেন।

    বাসিন্দাদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার বাংলার প্রতিটি বুথে উন্নয়নের কাজ করেছে। নিজের এলাকায় কোন কাজের প্রয়োজন, তা যাতে মানুষ সরাসরি এসে জানাতে পারেন, তার জন্যই মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধান চালু করেছেন। শিবিরে এসে কোনও কাজ নথিভুক্ত করানোর ৯০ দিনের মধ্যে সেটি সম্পন্ন হবে বলে এদিন জানান বেচারাম। 

    একইসঙ্গে পাড়ায় সমাধান নিয়ে জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকারের লেখা গানের প্রশংসা করেন তিনি। বলেন, সরকারি প্রকল্পের প্রচারে একজন বিডিও গান লিখেছেন। অন্য এক সরকারি কর্মী সেই গান গেয়েছেন। এটি খুবই ভালো উদ্যোগ। গানটি যাতে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেব্যাপারে পরিকল্পনা করা হচ্ছে। 

    পাড়ায় সমাধান শিবিরকে জনপ্রিয় করতে এআই প্রযুক্তির সাহায্য নিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। বাসিন্দারা শিবিরে এসে যেসব কাজ নথিভুক্ত করাচ্ছেন, সেগুলি সম্পন্ন হলে কীভাবে ভোল বদলে যাবে এলাকার, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার ছবি তৈরি করে ক্যাম্পেই দেখানো হচ্ছে। স্বাভাবিকভাবে ভিড় বাড়ছে শিবিরে। এমন অভিনব ভাবনা জেলায় জেলায় ছড়িয়ে দিতে রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলা হবে বলেও এদিন জানিয়েছেন বেচারাম। জলপাইগুড়িতে বাংলা শস্যবিমা প্রকল্পের ট্যাবলোর উদ্বোধন করেন তিনি। জলপাইগুড়িতে আসার পথে পরিদর্শন করেন রাজগঞ্জের শিকারপুর হাট ও কিষান মান্ডি।    

    এদিন মালবাজারের কুমলাই পঞ্চায়েতের ১৬৩ ও ১৬৪ নম্বর বুথে অনুষ্ঠিত আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে যান মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন, অতিরিক্ত জেলাশাসক রৌণক আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিকরা। মাটিয়ালিহাট পঞ্চায়েতের ৪, ৫ ও ৬ নম্বর বুথের পাড়ায় সমাধান শিবিরও এদিন ঘুরে দেখেন মন্ত্রী।

    অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রৌণক আগরওয়াল বলেন, এখনও পর্যন্ত জেলায় পাড়ায় সমাধান শিবিরে ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষের ভিড় হয়েছে। জেলায় ৭৫৮টি শিবিরে সাড়ে চার হাজারেরও বেশি কাজের প্রস্তাব জমা পড়েছে।
  • Link to this news (বর্তমান)