• স্ত্রীকে মার, প্রতিবাদী ছেলেকে খুনের চেষ্টা! বাড়ি থেকে টাকা নিয়ে চম্পট অভিযুক্ত
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ছেলেকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। গুরুতর জখম হয়ে কোনওমতে প্রাণরক্ষা করে পুলিসের দ্বারস্থ হন মা ও ছেলে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের কাছে এনজেপি থানার অধীন ভালোবাসা মোড়ে। 

    অভিযোগ, রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি এসে স্ত্রীকে বেধড়ক মারধর করছিল অভিযুক্ত ব্যক্তি। বহুবার বুঝিয়েও কাজ হয়নি। ছেলে এর পর প্রতিবাদ করলে পাল্টা তাকে ব্লেড দিয়ে হামলা চালায়। এতে ছেলের গলা ও কান রক্তাক্ত হয়। প্রতিবেশীদের সহযোগিতায় রাতেই জখম ছেলেকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করে বুধবার সকালে এনজেপি থানায় সৎ বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছেলে। 

    পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে ওই ব্যক্তি দ্বিতীয় বিয়ে করে। অভিযোগ প্রায় রাতেই নেশা করে আসে সে। নেশায় বুঁদ হয়ে পড়লে বাড়িতে অশান্তি করে। স্ত্রী এবং ছেলের উপর শারীরিক নির্যাতন করে। টাকা চেয়ে না পেলেই 

    অত্যাচার চালায় স্ত্রী সন্তানের উপর। ঘটনার রাতেও একইভাবে টাকার দাবিতে স্ত্রীর সঙ্গে বচসায় জড়ায় 

    ওই ব্যক্তি। সেই সময় সে স্ত্রীকে মারধর শুরু করলে ছেলে প্রতিবাদ করে। অভিযোগ, তখনই ব্লেড 

    দিয়ে ছেলের উপর এলোপাথাড়ি আঘাত করে অভিযুক্ত ব্যক্তি। 

    রক্তাক্ত অবস্থায় ছেলে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা করানো 

    হয়। 

    অন্যদিকে, রাতেই এমন কাণ্ড ঘটিয়ে অভিযুক্ত বাড়ি থেকে প্রায় ১২ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। 

    ছেলে বলেন, বাবা মা’কে মারধর করছিল। আমি প্রতিবাদ করি এবং বাবাকে আটকতেই আমার উপর হামলা চালায়। আমাকে মেরে 

    ফেলার হুমকি দিয়েছে। বাবা এখন পালিয়ে আছে। তাই স্বাভাবিকভাবেই প্রাণভয়ে আতঙ্কিত রয়েছি। 

    পুলিসের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। 

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। সেই ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তের খোঁজে নামা হয়েছে।
  • Link to this news (বর্তমান)