• ঝাড়গ্রাম শহরে ১০টি রাস্তা সংস্কার হবে, বরাদ্দ ৩ কোটি
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: অরণ্য শহর ঝাড়গ্রামের রাস্তার হাল ফিরতে চলেছে। বর্ষায় পুরসভা এলাকার একাধিক রাস্তা বেহাল হয়ে পড়ে। খানাখন্দে বৃষ্টির জল জমে যাতায়াত করা যাচ্ছিল না। নাগরিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাগুলির সংস্কার হয়নি। তার জেরে রাস্তাগুলি চরম বেহাল হয়ে পড়ে। নিত্যদিন তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবার সেই সমস্যার সমধানে উদ্যোগী হল পুরসভা। পুরসভার তরফে ১৮টি ওয়ার্ডের ১০টি রাস্তার সম্প্রসারণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে। 

    ঝাড়গ্রাম পুরসভার ইঞ্জিনিয়ার মলয় বন্দ্যোপাধ্যায় বলেন, পুরসভার ১৮টি ওয়ার্ডের ১০টি রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হবে। অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে।

    ঝাড়গ্রাম জেলা হওয়ার পর অরণ্য শহরে জনসংখ্যা বাড়ছে। পাল্লা দিয়ে  বাড়ছে যানবাহনের সংখ্যাও। শহরের বুক চিড়ে ৫ নম্বর রাজ্য সড়ক চলে গিয়েছে। রাস্তায় যানবাহনের কারণে দিনরাত যানজট লেগে থাকে। যানজট এড়াতে সুভাষ পার্ক হয়ে ঝাড়গ্ৰাম থানার রাস্তায় বাইক, চারচাকার যাতায়াত বেড়ে গিয়েছে। শহরের ছোট অলিগলি রাস্তাতেও যানবাহন চলাচল বাড়ছে। শহরের রাস্তাগুলি বেহাল দশায় পরিণত হয়েছে। বাসিন্দাদের যাতায়াত করতে গিয়ে নাভিশ্বাস উঠছে। ছোটখাট দুর্ঘটনা লেগেই রয়েছে। এনিয়ে ওয়ার্ডের কাউন্সিলাররা শহরবাসীর প্রশ্নের মুখে পড়েছিলেন। 

    পুরসভার উত্তর অংশে ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের ঝাড়গ্রাম বার্তা মোড় থেকে সালতলা মোড় পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বেহাল। 

    রাস্তাটি সংস্কারের জন্য ৫৬ লক্ষ ১৯ হাজার টাকা বরাদ্দ হয়েছে। পুরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের লোকাল বোর্ড থেকে বামদা লেভেল ক্রসিং রোডটি ৫৫ লক্ষ ৭১ হাজার টাকা খরচে সংস্কার হবে। পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাটি সংস্কারের জন্য ৭৮ লক্ষ ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পুরসভার গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে ঘোড়াধরা পার্ক থেকে আইটিআই বাউন্ডারি মোড় পর্যন্ত রাস্তাটি ৮ লক্ষ ৬৫ হাজার টাকা খরচ করে সংস্কার করা হবে। 

    ১১ নম্বর ওয়ার্ডের শহরের রাজবাড়ি সীমানা এলাকা থেকে শিব মন্দির মোড় হয় বরতলা পর্যন্ত রাস্তাটির জন্য ১৮ লক্ষ ২৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপল্লি এলাকার রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৪৪ লক্ষ্য ৮ হাজার টাকা। শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুনডিহি এলাকার মহুলতলা রাস্তার জন্য ১৫ লক্ষ ৯৭ হাজার টাকা বরাদ্দ হয়েছে। অর্থ বরাদ্দ হতেই পুরসভা রাস্তা সংস্কার ও সম্প্রসারণের কাজের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। 

    পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গৌতম সোমানী বলেন, ওয়ার্ডের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল। ওয়ার্ডের বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল। অবশেষে রাস্তাটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কাজ দ্রুত শুরু হোক এটাই চাইছি। 

    পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নবু গোয়ালা বলেন, রাস্তা সংস্কারের পর মালবোঝাই যান ওয়ার্ডের রাস্তা যাতে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নজর থাকবে। পুরসভার চেয়ারম্যান দ্রুত কাজ শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছেন। পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, শহরের যে রাস্তাগুলি সবচেয়ে খারাপ অগ্ৰাধিকারের ভিত্তিতে তার কাজ হবে।
  • Link to this news (বর্তমান)