চন্দ্রকোণার চিংড়িগেড়িয়াতে চোলাইয়ের ভাটিতে ভাঙচুর চালাল প্রমীলা বাহিনী
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ঘাটাল: চোলাইয়ের বিরুদ্ধে পথে নামলেন প্রমীলা বাহিনী। মঙ্গলবার রাতে চন্দ্রকোণা থানার চিংড়িগেড়িয়াতে বেশ কয়েক জন মহিলা হাতে লাঠি নিয়ে চোলাই মদের ভাটিতে ঢুকে ভাঙচুর চালিয়ে বেশ কয়েক শ’ লিটার চোলাই এবং মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে। খবর পেয়ে চন্দ্রকোণা থানার পুলিস ঘটনাস্থলে যায়।
আন্দোলনকারী মহিলাদের আশ্বাস দিতে তাঁরা অভিযান বন্ধ করেন। পুলিস জানিয়েছে, ওই এলাকায় চোলাই তৈরি ও বিক্রি নিয়ে তাদের কাছে কেউ লিখিত অভিযোগ জমা দেননি। তবুও এর পর থেকে ওই গ্রামে চোলাই তৈরি ও বিক্রি যাতে না হয় তার দিকে নজর রাখবে পুলিস। স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামে চোলাই মদের নেশায় আসক্ত হয়ে পড়ছেন গ্রামের বহু পুরুষ। ফলে ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য কলহ। এমনকি চোলাইয়ের নেশায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন তিনজন। পরিস্থিতি অসহ্য হয়ে ওঠায় এবার আর চুপ থাকেননি গ্রামের মহিলারা। নিজেদের ও পরিবারের সুরক্ষার স্বার্থে সরব হয়েছেন তাঁরা। ওই রাতে স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলাদের নেতৃত্বে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়। তাঁদের সঙ্গে গ্রামের আরও মহিলা সেই অভিযানে যোগ দেন। বেআইনি ভাটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয় মদ তৈরির সরঞ্জাম। এ সময় হাতেনাতে ধরা পড়ে এক বাইকচালক। ওই ব্যক্তি চোলাই নিয়ে বাইরে বিক্রি করতে যাচ্ছিল বলে অভিযোগ। চালক পালিয়ে গেলেও বাইকটি আটক করে নিয়ে যায় পুলিস। আন্দোলনকারীদের মধ্যে অনা মিদ্যা, মিঠু দলুই প্রমুখের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিছু পরিবার চোলাই মদের কারবার চালাচ্ছিল। নিষেধ করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। চোলাইয়ের নেশায় একদিকে যেমন পরিবার ভাঙছে, অন্যদিকে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে। তাই বাধ্য হয়েই মহিলারা পথে নেমেছেন। এলাকার মহিলাদের মতে, শুধু নিজেদের গ্রাম নয়, বাইকে করে আশপাশের গ্রামেও চোলাই মদ সরবরাহ হত। পুজো বা নানা অনুষ্ঠানে চাহিদা মেটাতে সেখানেও গোপনে চোলাই পৌঁছে দেওয়া হত।-নিজস্ব চিত্র