মেদিনীপুর শহরের জন্মদিন পালনের জন্য প্রস্তুতি তুঙ্গে
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তৈরি হয়েছে থিম সং। প্রাচীন শহরের জন্মদিন পালনের জন্য প্রস্তুতিও তুঙ্গে। থাকছে নানা ধরনের চমক। জানা গিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর প্রাচীন মেদিনীপুর শহরের জন্মদিন ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। মেদিনীপুর শহর জন্মোৎসব কমিটির উদ্যোগে পালিত হবে এই বিশেষ দিন। কমিটির সদস্যরা জানাচ্ছেন, বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে শুরু হবে জন্মদিন পালনের অনুষ্ঠান। এই শোভাযাত্রায় মেদিনীপুর শহরের বিশিষ্ট মানুষজন উপস্থিত থাকবেন। একইসঙ্গে ওইদিন মেদিনীপুরের বিদ্যাসাগর হলে বিশিষ্টজনদের সংবর্ধনা ছাড়াও পুরোনো দিনের গান, পুতুলনাচ, রায়বেঁশে নৃত্য, কবিতা পাঠ, গ্রন্থ প্রকাশ সহ একগুচ্ছ কর্মসূচি থাকছে।
জানা গিয়েছে, জন্মদিন উপলক্ষ্যে থিম সং লিখেছেন তাপস মাইতি, সুর ও শিল্পী সমীর মোহান্তি। মেদিনীপুর শহর জন্মোৎসব কমিটির সভাপতি গৌতম ঘোষ ও সম্পাদক তাপস মাইতি বলেন, মেদিনীপুর শহরের ঐতিহ্য আজও বর্তমান। এই শহর স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের পীঠস্থান ছিল। শহরবাসীকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
প্রসঙ্গত, ১৮৮৩ সালের, ২২ সেপ্টেম্বর। অবিভক্ত মেদিনীপুর জেলার প্রধান নগর হিসেবে, মেদিনীপুর শহরের নাম ঘোষণা করা হয়। এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানা ইতিহাস। জানা যায়, একসময় স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের সাক্ষ্য বহন করছে মেদিনীপুরের মাটি। তাই এই শহরের বিশেষ দিনটিকে মান্যতা দান ও প্রাচীন ঐতিহ্য তুলে ধরার জন্যই এই বিশেষ দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর থেকেই উৎসব আকারে এই দিনটি পালিত হচ্ছে। এই কমিটির প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও কমিটির সদস্য তনুশ্রী ভট্টাচার্য বলেন, থিম সং ঘিরে উন্মাদনা রয়েছে। এই কমিটির সদস্যরা সারা বছর ধরেই নানা সমাজকল্যাণমূলক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকেন।-নিজস্ব চিত্র