• পুরসভার কাছে জানতে চাইল খরচের হিসেব, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্যকেন্দ্র আবর্জনামুক্ত রাখতে উদ্যোগী সুডা
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মেদিনীপুর: রাজ্যের মেডিক্যাল কলেজ সহ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলি নিয়মিত পরিষ্কার করতে হবে। হাসপাতাল চত্বরে আবর্জনা, ঝোপঝাড়, নিকাশি নালা পরিষ্কার রাখতে হবে। পুরসভাগুলি এই কাজ করবে। এজন্য পুরসভাগুলির কাছে খরচের হিসেব চাইল রাজ্য নগরোন্নয়ন দপ্তর বা সুডা। জেলা স্বাস্থ্যদপ্তরের মাধ্যমে এই হিসেব পাঠাতে বলা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্ষেত্রে ৩০জন, জেলা হাসপাতালে ২০, মহকুমা হাসপাতালে ১০, উপ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রতিদিন পাঁচজন করে সাফাইকর্মী কাজ করবেন। সেইমতো পুরসভাগুলিকে এস্টিমেট করে পাঠাতে বলা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, রাজ্য থেকে নির্দেশ এলে কাজ শুরু হবে। সাফাইকর্মীদের মজুরি দেবে সুডা। খড়্গপুর পুরসভার এক আধিকারিক বলেন, সুডা থেকে চিঠি পাঠিয়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির শ্রেণিবিন্যাস অনুযায়ী এস্টিমেট পাঠাতে বলা হয়েছে। এখন পুরসভার যা ক্ষমতা আছে তার উপর ভিত্তি করে হাসপাতালগুলি পরিষ্কার করা হয়। এবার পরিষ্কারের জন্য আলাদাভাবে সাফাইকর্মী নিয়োগ করা যাবে। পুরসভাগুলি দৈনিক ২০২টাকা মজুরিতে কর্মী নিয়োগ করতে পারে। সেইমতো সাফাইকর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে পুরসভাগুলি নিয়মিত এই কাজ পরিচালনা করবে। আমরা জেলা স্বাস্থ্যদপ্তরে এস্টিমেট পাঠিয়ে দিয়েছি। 

    মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমাদের সাফাইকর্মীরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর পরিষ্কারের কাজ করেন। তবুও সুডা থেকে যে চিঠি এসেছে সেইমতো মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শহরে থাকা সাতটি উপ স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কারের এস্টিমেট পাঠানো হয়েছে। সুডা থেকে যেমন নির্দেশ আসবে সেইমতো আমরা পরিষ্কারের কাজ করব। খড়্গপুর পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, আমরা খড়্গপুর মহকুমা হাসপাতাল চত্বর পরিষ্কারের কাজ করি। সুডা নির্দেশ দিলে প্রতিদিন সেখানে পরিষ্কার করা হবে। 

    খড়্গপুর মহকুমা হাসপাতালে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে বলেন, নিয়মিত পরিষ্কার না হওয়ায় হাসপাতাল ঝোপঝাড়ে ভরে গিয়েছে। সাপ ঘুরে বেড়াচ্ছে। ফলে সংশ্লিষ্ট সবাইকেই দুর্ভোগে পড়তে হয়। রাজ্য সরকারের এই উদ্যোগে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
  • Link to this news (বর্তমান)