• জিয়াগঞ্জ ও আজিমগঞ্জে তৈরি হবে ২০টি কমিউনিটি টয়লেট
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ শহরে মোট ২০টি কমিউনিটি টয়লেট তৈরি হবে। নির্মল বাংলা মিশনের অধীনে দুই শহরে ২০টি টয়লেট নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ টাকা। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন করে কাজ শুরু হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। 

    পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, জিয়াগঞ্জ শহরের গোবিন্দবাজার, আমোইপাড়া মোড়, কারবালা মাজার, দেবীপুর মাঠ, নিমতলা ঘাটের পাশাপাশি আজিমগঞ্জ শহরে ওয়াই এমএ মাঠ, শ্মশান, বায়ো ডাইভার্সিটি পার্ক, বড়নগর পঞ্চমুখী শিব মন্দির, সিটি বাজার সহ মোট ২০টি পয়েন্টে কমিউনিটি টয়লেট তৈরি হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। এছাড়াও দুই শহরের স্কুল ও কলেজে মোট ১৮টি টয়লেটের জন্য পুর ও নগরোন্নয়ন দপ্তরে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে সবুজ সংকেত এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

    জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার বুক চিরে বয়ে গিয়েছে ভাগীরথী। ভাগীরথীর পূর্ব ও পশ্চিম পাড়ে অবস্থিত দুই প্রাচীন জনপদ জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ। দুই শহরের মধ্য দিয়ে বিস্তৃত পূর্বরেলের শিয়ালদহ-লালগোলা ও হাওড়া-আজিমগঞ্জ শাখা। প্রতিদিনই বহু মানুষ দুই শহরে আসে। তাছাড়া জিয়াগঞ্জ শহরে রয়েছে দু’টি কলেজ, একাধিক সরকারি ও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। স্বাভাবিকভাবেই জিয়াগঞ্জ শহরের পাশাপাশি ভগবানগোলা, রানিতলা, লালগোলা, লালবাগ এমনকী বহরমপুর থেকেও পড়ুয়ারা জিয়াগঞ্জ শহরে আসেন। প্রতিদিন বিভিন্ন কাজে সকাল থেকে রাতে বহু মানুষের সমাগম হলেও গোটা শহরে কমিউনিটি টয়লেট নেই বললেই চলে। ফলে এই শহরে এসে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়লে তাকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। একই অবস্থা আজিমগঞ্জ শহরের ক্ষেত্রেও। এই পরিস্থিতি থেকে অব্যাহতি পেতে সাধারণ মানুষের দুই শহরে কমিউনিটি টয়লেটের দাবি দীর্ঘদিনের। সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে পুরসভা দুই শহরে কমিউনিটি টয়লেট নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়। বড়নগরের বাসিন্দা শিবম দাস বলেন, বড়নগরে চার বাংলা, রাজরাজেশ্বরী মন্দির সহ একাধিক স্থাপত্য নিদর্শন রয়েছে। পর্যটন মরশুমে বহু পর্যটক আসেন। কমিউনিটি টয়লেট না থাকায় তাঁদের সমস্যায় পড়তে হয়। পুরসভা কমিউনিটি টয়লেট করবে শুনছি। সেক্ষেত্রে পর্যটকরা উপকৃত হবেন। 
  • Link to this news (বর্তমান)