• বেহাল রাস্তায় ভোগান্তি, পুজোর আগে সংস্কারের আশ্বাস পুরসভার
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সামনেই পুজো। তার আগে জেলার সদর শহর সিউড়ির একাধিক রাস্তার বেহাল অবস্থায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। খানাখন্দে ভরা রাস্তায় বৃষ্টির জল জমে থাকছে। পথ চলতে গিয়ে সাধারণ মানুষকে হোঁচট খেতে হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। ভোগান্তির মধ্যেই পুরসভা কর্তৃপক্ষ আশার বাণী শোনাল। পুজোর আগেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হবে বলে জানানো হয়েছে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, তিনটি রাস্তা সংস্কার করা হবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে। এছাড়া পূর্তদপ্তরের অধীন শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাও দ্রুত সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব কাজ পুজোর আগেই শেষ হয়ে যাবে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমেও শহরের বেশকিছু রাস্তা সংস্কার হবে।  বর্ষা শুরুর আগে থেকেই জেলার সদর শহরের একাধিক রাস্তা বেহাল হয়ে উঠেছিল। তবে বৃষ্টি শুরু হতেই রাস্তাগুলি আরও বেহাল হয়ে উঠছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার পাশাপাশি পাড়ার অলিগলিও ক্রমশ বেহাল হয়ে উঠেছে। বেশকিছু রাস্তায় জল জমে থাকায় চলাচল করাই দায় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলছিলেন। অবশেষে উদ্যোগী হল পুরসভা। প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে পৃথক তিনটি রাস্তা সংস্কার করা হবে। সেই তালিকায় রয়েছে এসপি মোড় থেকে মসজিদ মোড়, কুলেরা মোড় থেকে স্টেশন মোড় এবং কৃষক বাজার থেকে হাটজনবাজার। ইতিমধ্যে ডিপিআর তৈরির কাজ হয়েছে। এবার টেন্ডারের অপেক্ষা। বৃষ্টি কমলেই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। পূর্তদপ্তরের অধীনে থাকা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাও সংস্কারের জন্য কর্তৃপক্ষকে পুরসভার তরফে চিঠি দেওয়া হয়েছে। পুরসভার চিঠির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুজোর আগেই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছে।  রাস্তা সংস্কার হবে শুনে খুশি বাসিন্দারা। যদিও সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত শহরবাসী আশ্বস্ত হতে পারছেন না। শহরের বাসিন্দা সন্দীপন রায় বলেন, বহুদিন ধরেই শহরের বিভিন্ন রাস্তার অবস্থা খারাপ। বর্ষার মরশুমে একাধিক রাস্তা দিয়ে চলাচল করাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুরসভা দ্রুত সংস্কারের কাজ করুক। সামনেই পুজো। কিন্তু যতক্ষণ না কাজ শেষ হচ্ছে আশ্বস্ত হতে পারছি না।
  • Link to this news (বর্তমান)