• হিন্দিতে কথা না বলায় ছাত্রদের মারধরের অভিযোগ
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস কলকাতায় বাঙালিকে ‘বাংলাদেশি’ বলার অভিযোগ উঠল। আর তার জেরেই বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে শিয়ালদহ এলাকা। অভিযোগ, স্থানীয় একটি হস্টেলের কয়েকজন পড়ুয়া সুরেন্দ্রনাথ কলেজের সামনে মোবাইল ফোনের দোকানে গিয়েছিলেন। সেখানে বাংলা ভাষাতেই কথা বলছিলেন পড়ুয়ারা। অভিযোগ, তখনই হিন্দিভাষী দোকানদার পড়ুয়াদের হিন্দিতে কথা বলতে বলেন। তাঁরা তা বলতে অস্বীকার করলে বচসা শুরু হয়। অভিযুক্ত দোকানদার ওই পড়ুয়াদের ‘বাংলাদেশি’ বলতে থাকেন। 

    ওই হস্টেলের এক আবাসিকের অভিযোগ, ‘হিন্দিভাষী ব্যবসায়ীরা পড়ুয়াদের মারধর করে। সেই খবর পেয়ে হস্টেল থেকে আরও ছাত্র সেখানে গিয়ে হাজির হতেই ব্যবসায়ীরা পালিয়ে যায়। এরপর দু’পক্ষ একে অপরকে ধাওয়া করতে শুরু করে। সেই সময় একটি গলিতে ছাত্রদের হকি স্টিক, ব্যাট-উইকেট, ছুরি দিয়ে আঘাত করা হয়।’ সূত্রের খবর, ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষেরই কয়েকজনকে আটক করে মুচিপাড়া থানার পুলিস। জখম ছাত্ররা মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছে বলে খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
  • Link to this news (বর্তমান)