• আত্মহত্যা করেছেন রণিতা, বাঁচাতে গিয়ে মৃত্যু রোহিতের
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আনন্দপুরে খাল থেকে উদ্ধার হওয়া যুগলের মৃত্যু হয়েছে জলে ডুবে। রণিতা বৈদ্য ও রোহিত আগরওয়ালের শরীরের ভিতর কাদামাটি পাওয়া গিয়েছে। জলে ডুবে যাওয়ার কারণে এগুলি শরীরে ঢুকে যায়। দু’জনের দেহ ময়নাতদন্তের পর প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন পুলিসকে। চীনা মন্দিরের কাছে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ও অন্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণের পর পুলিস নিশ্চিত ওই তরুণী আত্মঘাতী হয়েছেন।  রণিতাকে ঝাঁপ দেওয়ার পর তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন রোহিত। দু’জনেই কেউ সাঁতার জানতেন না। খালের জলে পাঁক থাকায় তাঁরা আটকে যান। তার জেরে মৃত্যু হয়। খুব বেশিদূর যেতে পারেননি।
  • Link to this news (বর্তমান)