বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপে পরিচয়ের পর তরুণীকে ডেকে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে তিলজলা এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের কেস রুজু করে রেহান নামে এক যুবককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে তিলজলা থানা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, তিলজলার ওই তরুণী একটি অ্যাপে পরিচিতদের সঙ্গে কথা বলতেন। দিশ দশেক আগে তাঁর কাছে একটি মেসেজ আসে। তা দেখে তিনি জানতে চান, কে মেসেজ করছেন। এরপর অভিযুক্ত যুবক নিজেকে বড় কোম্পানির কর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে পরিচয় করতে চান। মোবাইল নম্বর আদানপ্রদান হয়, ভিডিও কলে কথাও হয় দু’জনের। এরপরই রেহান জানান, তিনি ওই তরুণীকে বিয়ে করতে চান। এই বিষয়ে আলোচনার জন্য ডেকে পাঠান তিলজলার ওই তরুণীকে।
অভিযোগকারিণীর দাবি, ওই যুবক তিলজলা এলাকা থেকে তাঁকে সোমবার একটি অ্যাপ ক্যাবে তোলেন। তাঁকে বলা হয়, রাজারহাট এলাকায় একটি পার্কে বেড়াতে যাবেন। তার কথায় বিশ্বাস করে গাড়িতে ওঠেন। তরুণীর দাবি, এরপর একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন যুবক। কোনওক্রমে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। বাইরে এসে বাড়িতে ফোন করে ঘটনার কথা জানালে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর তিনি মঙ্গলবার অভিযোগ করেন থানায়। মোবাইলের সূত্র ধরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিস। অভিযোগকারিনীর গোপন জবানবন্দির জন্য আদালতে আর্জি জানিয়েছে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর পরনের জামাকাপড়।