• কবে মিলবে ছাদ? ৬ বছর কাটলেও অপেক্ষায় বউবাজারের ক্ষতিগ্রস্তরা
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালের ৩১ আগস্টের রাত। সেদিন নড়ে উঠেছিল বউবাজার। মাটির নীচে কাজ চলছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর। তৈরি হচ্ছিল এসপ্লানেড থেকে শিয়ালদহ রুটের পাতাল পথ। হঠাৎ প্রবল কম্পনে ধস নামে বউবাজারের দুর্গা পিতুরি লেনে। ফাটল দেখা দেয়। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। শুধু এই রাস্তা নয়, স্যাকরাপাড়া, মদন দত্ত লেন, গৌর দে লেন সহ আশপাশের বেশ কয়েকটি জায়গায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তারপর কেটে গিয়েছে ছ’বছর। আগামী কাল, শুক্রবার এই মেট্রো রুটের ওই অংশ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বউবাজারে ২৪টি বাড়ি বানানো শুরু করেছে মেট্রো। কিন্তু এখনও পর্যন্ত একটি মাত্র বাড়ি ছাড়া কাজ কিছু এগয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, ‘কবে মিলবে মাথার উপর ছাদ?’

    ২০১৯-এ মেট্রো-বিপর্যয়ের পর ২০২২ সালে ফের একইভাবে ফাটল দেখা দেয় বউবাজারের একাধিক বাড়িতে। সবমিলিয়ে ২৪টি বাড়ি ভাঙতে হয়। ঘরছাড়া হয় বহু পরিবার। এর বাইরেও একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। যেগুলি সংস্কারের প্রয়োজন ছিল। বাড়ির বাসিন্দাদের অন্যত্র রাখার ব্যবস্থা করে মেট্রো কর্তৃপক্ষ। কিছু বাড়ি মেরামত করা হলেও একাধিক বাড়ির সংস্কার করা হয়নি বলে অভিযোগ। শুধুমাত্র লোহার বিমের সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দা অমিত সেন বলেন, আমার বাড়ির বিভিন্ন ঘরে লোহার বিম দিয়ে ছাদে সাপোর্ট দেওয়া রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ কোনও কিছু বলছে না। বাড়িতে বয়স্ক বাবা থাকেন। তিনি মাঝেমধ্যেই লোহার বিমে হোঁচট খান। অমিতবাবুর দাবি, মেট্রো জানিয়েছে গাড়ি চলাচল শুরু হওয়ার পর পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ছ’বছর হয়ে গেল। কিন্তু আমাদের কোনও গতি হল না। ৮ বি স্যাকরাপাড়া লেনের বাসিন্দা আশিস সেন বলেন, নিজেদের জমি আছে, বাড়ি ছিল আর এখন আমরা ভাড়াটিয়া। আমাদের বুকের উপর দিয়ে মেট্রো উদ্বোধন হচ্ছে। কিন্তু কেন্দ্রের কেউ খোঁজ নিচ্ছে না। মেট্রো কর্তৃপক্ষ বারবার সময়সীমা বাড়িয়ে যাচ্ছে। কবে বাড়ি পাব কেউ জানি না। 

    এই পরিস্থিতিতে জানা গিয়েছে, শুক্রবার সেখানে মঞ্চ বানিয়ে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাবেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে বাড়ি বানানোর জন্য কলকাতা পুরসভার তদারকি চাইছেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে। তিনি বলেন, মেয়র ফিরহাদ হাকিমের কাছে একটি মনিটারিং সেল তৈরির আবেদন জানাব। মেট্রোর উপর ভরসা নেই। পুরসভার উপর বিশ্বাস আছে। এই জায়গাটি শহরের অন্যান্য স্থানের মতো নয়। রাস্তার নীচ দিয়ে নিয়মিত মেট্রো চলবে। তার কম্পন হতে পারে। তার উপর এতগুলি বাড়ি তৈরি হলে মাটির উপর চাপ পড়বে। তাই মেট্রো যে বাড়িগুলি বানাচ্ছে সেই কাজে নিয়মিত নজরদারি চাই। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)