• দু’মাস আগেই তৈরি রাস্তার গর্ত বোজাতে প্যাচওয়ার্ক সল্টলেকে
    বর্তমান | ২১ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভাঙা রাস্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না সল্টলেকের! মাত্র দু’ মাস আগে কাজ হওয়া রাস্তা ফের খানা-খন্দে ভরে উঠেছে। বৃষ্টির জল জমে তা বড় বড় গর্তে পরিণত হয়েছে। সেই রাস্তা ঠিক করতে এখন প্যাচওয়ার্ক চলছে সল্টলেকে। পুরসভার দাবি, সল্টলেকের ১৪টি ওয়ার্ডের রাস্তার কাজ করার পরিকল্পনা হয়েছিল। অনেক অংশে কাজও হয়েছিল। কিন্তু, এবার অতিবৃষ্টির জেরে সেইসব নতুন তৈরি হওয়া রাস্তায় ফের গর্ত হয়েছে। তবে, সেগুলি মেরামতও করা হচ্ছে। পুজোর মধ্যেই প্যাচওয়ার্ক করে সমস্ত রাস্তা ঠিক করা হবে। ফলে, কোনও সমস্যা থাকবে না।

    ব্রডওয়ে ঠিক থাকলেও সল্টলেকের বিভিন্ন রাস্তার অবস্থায় বেহাল হয়ে উঠেছিল। রাস্তাগুলির পুরো সংস্কার করার দাবি উঠেছিল। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুও। রাস্তার কাজের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর ২৫ কোটি টাকা বরাদ্দও করেছে। আনুষ্ঠনিকভাবে গত ৩ মার্চ সল্টলেকের রাস্তার কাজ শুরু হয়েছিল। বেশিরভাগ জায়গায় পূর্ণ সংস্কার করা হয়েছে। বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের মধ্যে সল্টলেকে রয়েছে ১৪টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল।

    কিন্তু সম্প্রতি দেখা যায়, যে রাস্তাগুলির কাজ হয়েছে, সেখানে আবার গর্ত হয়েছে। যেমন, বিধাননগর উত্তর থানা, পূর্তভবন, সিজিও কমপ্লেক্সের সামনে একই অবস্থা। পুর কর্তৃপক্ষ অবশ্য খানা-খন্দ তৈরি হওয়া এলাকাগুলি চিহ্নিত করেছে। তারপর প্যাচওয়ার্কের কাজ চলছে। বিধাননগর উত্তর থানার সামনের অংশ, পূর্তভবনের সামনের রাস্তায় প্যাচওয়ার্ক চলছে। স্থানীয়দের দাবি, মাসখানেক পরই পুজো। পূর্ণ সংস্কার হওয়া রাস্তায় যদি দু’মাসে গর্ত হয়ে যায়, তাহলে প্যাচওয়ার্ক একমাস থাকবে তো? নাকি পুজোর আগে প্যাচওয়ার্কও উঠে যাবে? পুরসভার এক আধিকারিক বলেন, অতি বৃষ্টির জন্যই রাস্তা খারাপ হয়েছে। টানা বৃষ্টি হচ্ছে। যে ছোট গর্তগুলি চিহ্নিত হয়েছিল, সেগুলিও বড় হয়ে গিয়েছে। এমনকী, এখন প্যাচওয়ার্কের কাজেও বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে। তবে, পুজোর মধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। -নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)