ভগ্নিপতিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম, অভিযোগ বাগদায়
বর্তমান | ২১ আগস্ট ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: বুধবার বাগদার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দুলাল বর সাংবাদিক সম্মেলন করে একাধিক ‘ভুয়ো’ ভোটার নিয়ে অভিযোগ আনেন। তাঁর দাবি, কখনও শ্বশুরকে বাবা সাজিয়ে, কখনও আবার ভগ্নিপতিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। বাগদা ব্লকের বয়রা পঞ্চায়েত এলাকায় কয়েকশো ভুয়ো ভোটার রয়েছে। ব্লকে ৩৬ হাজারের বেশি ভুয়ো ভোটার আছে। এ বিষয়ে মেইল করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বয়রা পঞ্চায়েতের রামনগর ১০৮ নম্বর বুথের তৃণমূল সভাপতি আশফাকুর রহমান খাঁ। তাঁর ছেলে জাবেদ খাঁ বয়রা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। জাবেদের মামা এবং আশফাকুর রহমানের শ্যালক কবিরুল খান। দুলালবাবুর অভিযোগ, কবিরুল ভগ্নিপতি আশফাকুর রহমানকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। এ বিষয়ে জাবেদ খাঁ বলেন, ‘কবিরুল নামে এক ব্যক্তি আমাদের অজান্তে আমার বাবাকে নিজের বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। আমরা জানতে পেরে বাগদার বিডিওর কাছে সেই নাম কেটে দেওয়ার আবেদন করেছি। কবিরুল নামে কাউকে আমরা চিনি না।’
রামনগর ১০৮ নম্বর বুথের বাসিন্দা মিজানুর রহমান খানের মেয়ে বুশরা খান ও আসমা খানের প্রায় ১০ বছর আগে বাংলাদেশে বিয়ে হয়। এখনও এদেশের ভোটার তালিকায় তাঁদের নাম রয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা। সেই সঙ্গে বুশরা খানের স্বামী মাসুদ খান শ্বশুর মিজানুর রহমানকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিষয়টি স্বীকার করে নেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘মাসুদ আগে থেকেই সম্পর্কে আত্মীয়। সে আমার মেয়েকে বিয়ে করেছে। তাঁর বাবা না থাকায় আমাকে বাবা সাজিয়ে
ভোটার তালিকায় নাম তুলেছে। মেয়েদেরও এদেশে ভোটার তালিকায় নাম রয়েছে। তবে আমি প্রশাসনের কাছে নাম কেটে দিতে আবেদন করব।’ বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, ‘সারা বছর এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্ত করে দেখা হয় বিষয়টি।’ বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘ভুয়ো ভোটার নিয়ে অনেক আগেই তৃণমূল সরব হয়েছে।’